জল্পনা বাড়িয়ে আগুন মন্ত্রীর বাড়িতে, আতঙ্কিত মন্ত্রীর ডাক পুলিশ-দমকলকে বিশেষ খবর রাজ্য April 30, 2018 একদিকে যখন রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে, অন্যদিকে তখন জল্পনা বাড়িয়ে গভীর রাত্রে রাজ্যের দাপুটে মন্ত্রী সৌমেন মহাপাত্র পড়লেন অগ্নি-সঙ্কটে। গতকাল গভীর রাত্রে পঞ্চায়েতের প্রচার সেরে পাঁশকুড়াতে বাড়ি ফিরে রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র দেখেন কেউ বা কারা তাঁর বাড়ির পিছন দিকে আগুন লাগিয়ে দিয়েছে এবং তা অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে আতঙ্কিত মন্ত্রী-পরিবার সাথে সাথে খবর দেন পুলিশ এবং দমকল বাহিনীকে, যদিও ঘটনাস্থলে দমকল পৌঁছানোর আগেই স্থানীয়দের তত্পরতায় আগুন নিভিয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। রাজ্যের মন্ত্রী হওয়ায় তাঁর জন্য যথেষ্ট নিরাপত্তা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এমন ঘটনা ঘটে রীতিমত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদমাধ্যমকে জানান সৌমেনবাবু। যদিও এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ভাবে কেউ করেছে তা তদন্ত করে দেখছে স্থানীয় পুলিশ। কিন্তু সৌমেনবাবু নিরাপত্তাহীনতায় ভুগছেন এই কথা প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ শুরু করেছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, যে রাজ্যে মন্ত্রী নিরাপত্তাহীনতায় ভোগেন সেখানে রাজ্যবাসী কতখানি সুরক্ষিত বোঝায় যাচ্ছে! আপনার মতামত জানান -