এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোট আইনি জটে আটকে থাকলেও, জয়ীদের প্রশংসাপত্র হাতে এসে গেল

পঞ্চায়েত ভোট আইনি জটে আটকে থাকলেও, জয়ীদের প্রশংসাপত্র হাতে এসে গেল

রবিবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী বনগাঁ ছয়ঘরিয়া গ্রামপঞ্চায়েতের ১১ জন তৃণমূল কংগ্রেস প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দিলেন এলাকার বিডিও। এখনও রাজ্যে নির্বাচন সংক্রান্ত নানা অনিশ্চয়তা বজায় আছে। এইসময়েই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। যদিও সূত্রের খবর অনুয়ারী জানা গেলো, এই শংসাপত্র আসলে একটি ডিক্লিয়ারেশন ফর্ম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত পর্যায়ের স্ক্রুটিনি হয়। যদি দেখা যায় আসন্ন নির্বাচনে কোনও প্রার্থীর প্রতিদ্বন্দ্বী কেউ নেই। সেক্ষেত্রে এই ফর্ম তুলে দেওয়া হয় ওই প্রার্থীর হাতে। এটি মূলত ঘোষণাপত্র। ভোটের পুরো প্রক্রিয়া মিটে গেলে প্রার্থীর হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। উল্লেখ্য বনগাঁ ছয়ঘরিয়া গ্রামপঞ্চায়েতের মোট ১৮টি আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বীতা করছে। শনিবার মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত দিনে ঐ ১৮ টি আসনের মধ্যে ১১টি আসনে বিরোধীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ফলে স্বাভাবিক নিয়মেই ১১টি আসনেই তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। জয়ী তৃণমূল প্রার্থীদের দাবি, উন্নয়নের কাছে কার্যত হার স্বীকার করেই ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!