এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতেই খুল্লামখুল্লা জোটবার্তায় রাজ্য-রাজনীতির মোড় ঘোরাতে মরিয়া বামফ্রন্ট-কংগ্রেস

পঞ্চায়েতেই খুল্লামখুল্লা জোটবার্তায় রাজ্য-রাজনীতির মোড় ঘোরাতে মরিয়া বামফ্রন্ট-কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনের অল্প কদিন আগেই মালদহে কংগ্রেস এবং বাম জোটের সম্ভবনা সুষ্পষ্ট হয়ে গেলো। যদিও আগে এই বিষয়ে আভাস পাওয়া গিয়েছিলো। তবে এদিন খোদ সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র ঘোষণা করলেন, যে আসনে সিপিএম প্রার্থী নেই। সেইসব আসনে যদি দেখা যায় কংগ্রেস প্রার্থী তৃণমূল ও বিজেপিকে হারাতে পারার সম্ভবনা রয়েছে , সেখানে কংগ্রেসকে তাঁরা সর্বৈবভাবেই সমর্থন করবে। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের জেলা সভাপতি মৌসম বেনজির নূর অনেক আগেই তৃণমূল ও বিজেপিকে রুখতে মালদহে সিপিএমের সঙ্গে অলিখিত ভাবেই জোট প্রস্তাব জানিয়ে রেখেছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সিপিএম জেলা সম্পাদক তাঁর মতামত জানাতেই প্রদেশ কংগ্রেস এবং সিপিএম এর নির্বাচনী জোট সম্ভবনার ক্ষেত্রে কোনো দ্বিমত রইলো না।অর্থাৎ বিষয়টা দাঁড়ালো যেখানে কংগ্রেস প্রার্থী নেই, সেখানে কংগ্রেস সিপিএম প্রার্থীকে সমর্থন করবে। আর যেখানে সিপিএম বা বামফ্রন্ট প্রার্থী নেই, সেখানে বামেরা কংগ্রেসকে সমর্থন জানাবে। এ প্রসঙ্গে জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর বললেন,”তৃণমূল ও বিজেপিকে রুখতে আমরা কিছু আসনে সিপিএমকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই সহযোগিতাকে জোট বা সমঝোতা বলা ঠিক হবে না। আমরা আনুষ্ঠানিকভাবে সিপিএমের সঙ্গে জোট করতে চাই না। মানুষের চাহিদা মেনে কিছু কিছু জায়গায় বোঝাপড়ার মাধ্যমে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। একথা আমি আগেও বলেছিলাম, আজও বলছি।” অন্যদিকে সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র বললেন,” এটা ঠিক জোট নয়, তৃণমূল ও বিজেপির মতো অশুভ শক্তিকে হারানোর জন্য একটা সমঝোতা মাত্র।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!