এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > টিকিট না পেয়ে এবার কি দল ছাড়তে চলেছেন বিজেপি শীর্ষনেতা? বাড়ছে জল্পনা!

টিকিট না পেয়ে এবার কি দল ছাড়তে চলেছেন বিজেপি শীর্ষনেতা? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এখন বিজেপির জোয়ার পর্ব চলছে। কিন্তু যখন বিজেপির দুর্দিন ছিল, ঠিক সেই সময় থেকেই তিনি দলের প্রথম সারির নেতা ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে যখন একের পর এক তৃণমূল থেকে আসা এবং সেলিব্রিটিদের ভিড় বাড়ছে ভারতীয় জনতা পার্টিতে, তখন অনেক দিন আগে থেকেই তারকা মুখ হিসেবে দলের হয়ে লড়াই করেছেন বিশিষ্ট অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একের পর এক জেলায় পার্টি অফিসে তালা লাগিয়ে চলছে ভাঙচুর। আর এই পরিস্থিতিতে শুধুমাত্র নিচুতলায় নয়, উপরতলায় যে প্রার্থী তালিকা নিয়ে যথেষ্ট অসন্তোষ তৈরি হয়েছে, তা জয় বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেল। যার ফলে জল্পনা তৈরি হয়েছে, এবার কি বিজেপি ত্যাগ করতে চলেছেন হেভিওয়েট এই অভিনেতা?

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কোনো নেতা আমাকে ফোন করে একবার জিজ্ঞেস করেননি, আমি কেমন আছি। তাও আমি হাসিমুখে মেনে নিয়েছিলাম। তাও আমি হাসিমুখে লড়াই করার জন্য তৈরি হচ্ছিলাম। কিন্তু তিন চারদিন আগে আমি যখন পার্টি অফিসে গিয়েছিলাম, তখন শিবপ্রকাশজী বলেছিলেন, আভি তুম শো যাও। আমার কথাটা শুনে খুব দুঃখ হয়েছে। আমি কিন্তু শোনেওয়ালা পার্টি নই আর তা তো আমাকে রাজ্যের নেতাদের বোঝাতে হবে যে, আমি অপাংক্তেয় নই। আমি কাজের লোক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার রীতিমত ঝড় উঠতে শুরু করেছে বঙ্গ বিজেপির অন্দরে। দীর্ঘদিন ধরে দলে রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তার এই মন্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার যে, তিনি দলের ওপর যথেষ্ট ক্ষুব্ধ। আর সেটা যে টিকিট না পাওয়ার কারণেই, তা বুঝতে বাকি নেই বিশেষজ্ঞদের।

বলা বাহুল্য, জয় বন্দ্যোপাধ্যায়ের সহধর্মীনি অনন্যা চক্রবর্তী তৃণমূলের দাপুটে কাউন্সিলার। স্বামী জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি করলেও তৃণমূলের প্রতি আনুগত্য অনন্যা চক্রবর্তী মাঝেমধ্যেই সম্পর্কের ঊর্ধ্বে উঠে রাজনৈতিকভাবে স্বামীকে আক্রমণ করেছেন। যাকে নিয়ে বিস্তর চর্চা হয়েছে রাজ্যে। পাল্টা আক্রমণ ধেয়ে এসেছে জয় বন্দ্যোপাধ্যায় পক্ষ থেকেও।

কিন্তু এবার বিজেপির প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে জয়বাবুর এই ধরনের মন্তব্য তৃণমূল এবং অনন্যা চক্রবর্তীকে যে কিছুটা হলেও মাইলেজ পাইয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন সহধর্মিনীর পথে হেঁটেই দলের প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে শাসক শিবিরে নাম লেখান কিনা জয় বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!