এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আশঙ্কা সত্যি করে কি বঙ্গে ঢুকল পঙ্গপালের দল? জোর জল্পনা রাজ্যে

আশঙ্কা সত্যি করে কি বঙ্গে ঢুকল পঙ্গপালের দল? জোর জল্পনা রাজ্যে


করোনা ও ভয়াবহ দূর্যোগ সামলাতে এমনিতেই অতিষ্ঠ রাজ্য। আর পশ্চিমবঙ্গ যখন এই দুই দুর্যোগ সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই ভারতবর্ষের বেশকিছু রাজ্যে পঙ্গপালের প্রবেশ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে বাংলা। আর পঙ্গপালের দাপট যাতে বাংলায় না আসে, তার জন্য আশা-আশঙ্কার দোলাচলে ছিলেন কৃষকরা। তবে এবার আশঙ্কা সত্যি করে সত্যিই কি বাংলায় ঢুকতে চলেছে পঙ্গপালের দল?

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের একটি গ্রামের এই পঙ্গপালের দাপটেই লাউ এবং আদা গাছের সর্বনাশ হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন কৃষকরা। বস্তুত, বর্তমানে বেশিরভাগ জমি থেকে ধান কাটা হয়ে গিয়েছে। সেদিক থেকে ধান নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য সবজির মধ্যে ঝিঙে, কুমড়ো, পটল, করলা এই সমস্ত সবজি এখনও পর্যন্ত মাঠে রয়েছে। তাই এই সময় যদি পঙ্গপালের দাপট শুরু হয়, তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন চাষিরা বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে এতদিন এই ব্যাপার নিয়ে আশঙ্কা থাকলেও, এবারে সাঁকরাইল ব্লকে যেভাবে লাউ এবং আদার সর্বনাশ হয়ে গিয়েছে, তাতে পঙ্গপালই এই সর্বনাশের পেছনে প্রধান দায়ী বলে দাবি করছেন কৃষকরা। আর এতেই বাংলায় পঙ্গপালের প্রবেশ হয়ে গেল বলে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জোড়াশাল গ্রামের বাসিন্দা সত্যজিৎ দে বলেন, “গত দুই একদিন বিকেলে ধূসর রঙের পঙ্গপাল দেখা দিয়েছে। আদা, লাউ গাছের দফারফা করে দিয়েছে।” কিন্তু সত্যিই কি তাহলে পঙ্গপালের আবির্ভাব হয়ে গেল বাংলায়? ঝাড়গ্রামে কি তারা প্রবেশ করে গেল? এদিন এই প্রসঙ্গে ঝাড়্গ্রাম জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর মানস রঞ্জন প্রধান বলেন, “আমাদের জেলায় পঙ্গপালের কোনো খবর নেই। রাজ্য থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে নির্দেশ নেই। জমিতে কীটপতঙ্গ থাকেই। তবে আমরা খবর নিয়ে দেখব।”

কিন্তু কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর যে কথাই বলুন না কেন কৃষকরা এই ব্যাপারে এখন প্রবল আশঙ্কায় দিন গুজরান করতে শুরু করেছেন। তাদের বক্তব্য, অতীতে এরকম ঘটনা দেখা যায়নি। কিন্তু যখন পার্শ্ববর্তী রাজ্যগুলোতে পঙ্গপালের দাপট শুরু হয়েছে বলে খবর এসেছিল, তখনই মনে করা হয়েছিল, পঙ্গপাল বাংলায় প্রবেশ করলে তা জঙ্গলমহলের জেলাগুলো দিয়েই প্রবেশ করবে।

আর এবার সরকারিভাবে এই ব্যাপারে কিছু না জানানো হলেও, যেভাবে লাউ এবং আদা গাছের সর্বনাশ হয়ে গেল, তাতে পঙ্গপালের দাপটের প্রবল আশঙ্কা করছেন কৃষকরা। এখন ভবিষ্যতে মাঠে ফলন হওয়ায় অন্যান্য ফসলের কোনো ক্ষতি হয় কিনা এবং তার পেছনে পঙ্গপালরাই দাপট চালায় কিনা, তার দিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!