এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আক্রান্ত পৌরসভার চেয়ারম্যান, কর্মীদের সাথে ঘুরে, হাত নেড়ে গেলেন হাসপাতালে, জোর শোরগোল

করোনা আক্রান্ত পৌরসভার চেয়ারম্যান, কর্মীদের সাথে ঘুরে, হাত নেড়ে গেলেন হাসপাতালে, জোর শোরগোল


করোনা ভাইরাস এমন একটি ভাইরাস, যা প্রতিরোধ করতে সামাজিক দূরত্ব বাধ্যতামূলক। সেক্ষেত্রে এই ভাইরাসের বাড়বাড়ন্ত হওয়ার পরেই গোটা দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি বিভিন্ন ক্ষেত্রে হেভিওয়েট ব্যক্তিত্বদের এই ভাইরাস আক্রমণ করার পর তারা যাতে কোয়ারেন্টাইনে থাকেন, তার জন্য প্রশাসন বা বিশেষজ্ঞদের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়। কিন্তু এত আবেদন করার পরেও অনেকের মধ্যেই যে সচেতনতা ফিরছে না, তা কার্যত প্রমাণিত হয়ে গেল।

এবার করোনা আক্রান্ত হওয়ার পরেও বহাল তবিয়তে নিজের সঙ্গী সাথীদের সংস্পর্শে আসলেন বেঙ্গালুরুর পদরায়ানপুরার পৌরপিতা ইমরান পাশা। যে ঘটনায় এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সংক্রমণের পরেও রীতিমতো রাজকীয় কায়দায় ভক্তদের হাত নাড়িয়ে অ্যাম্বুলেন্সে চেপেছেন এই ইমরান পাশা। আর ভয়াবহ এই ভাইরাস বাসা বাঁধার পরেও কেন তিনি সকলের সংস্পর্শে আসলেন, এবার তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, ইতিমধ্যেই ইমরান পাশার বিরুদ্ধে সামাজিক দূরত্ব না মানার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে থাকায় সুস্থ হয়ে ফিরে আসার পরেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ। একাংশের প্রশ্ন, বারবার বিশেষজ্ঞদের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যেখানে সামাজিক দূরত্ব পালনের কথা বলা হচ্ছে, সেখানে কেন একজন জনপ্রতিনিধি হয়ে এই কাজ করলেন ইমরান পাশা?

একজন গুরুত্বপূর্ণ পৌরসভার চেয়ারম্যান হয়ে তিনি যদি এইরকম ঘটনা ঘটান, তাহলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কিভাবে ফিরবে, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিশেষজ্ঞরা। তবে ইমরান পাশার এহেন কাজকর্মের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নেওয়ায় সাধারন মানুষ অনেকটাই সচেতন হবে বলে আশা করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!