এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় অস্বস্তিতে রাজ্য সরকার, শীর্ষ আদালতের কাছ থেকে মিললো নোটিশ!

বড়সড় অস্বস্তিতে রাজ্য সরকার, শীর্ষ আদালতের কাছ থেকে মিললো নোটিশ!


বেশ কিছুদিন আগেই ভারতবর্ষে প্রবেশ করেছে করোনা ভাইরাস। আর এই ভাইরাসের দাপটে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। তবে অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ লুকিয়ে রাখা হচ্ছে। সঠিক তথ্য গোপন করা হচ্ছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই অভিযোগ সবথেকে বেশি তুলতে দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তবে এবার আর বিরোধীরা নয়, এই বিষয়কে এবার ভয়ঙ্কর বলে আখ্যা দিলেও দেশের শীর্ষ আদালত।

এবার করোনা পরিস্থিতিতে মৃতদেহ জড়ো করে রাখার ঘটনাতে রীতিমতো হতচকিত সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, এদিন বিচারপতি অশোক ভূষণ, এসকে কাউল এবং এমআর শাহর বেঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাট এবং তামিলনাড়ু সরকারকে একটি নোটিশ দেওয়া হয়েছে। যেখানে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লির পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ, দুঃখজনক। এক্ষেত্রে দিল্লির হাসপাতালগুলোতে করোনা রোগীদের পাশে মৃতদেহ জড়ো করে রাখার ঘটনার কথা তুলে ধরে তাকে ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করেছে দেশের শীর্ষ আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, মৃতদেহ রাখার ক্ষেত্রে হাসপাতালগুলো যথাযথ যত্ন নিচ্ছে না বলেও উষ্মা প্রকাশ করতে দেখা গেছে সুপ্রিম কোর্টকে। এছাড়াও পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে মন্তব্য করেছে বিচারপতিরা। যেখানে এই চার রাজ্যকে নোটিস দিয়ে তাদের কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে। এদিন শুনানি পর্বে তিন বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়, “সংবাদমাধ্যমের কাছ থেকে রোগীদের দুর্দশা শুনছি। মৃতদেহের সঙ্গে থাকতে হচ্ছে রোগীদের‌। অক্সিজেনের সুবিধা মিলছে না। রোগীদের ভর্তি করতে এদিক ওদিক যেতে হচ্ছে পরিবারকে। অথচ সরকারি হাসপাতালে বেড খালি রয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেশের চার রাজ্যকে দেওয়া এই নোটিস রীতিমত উদ্বেগজনক। এতদিন বিরোধীদের পক্ষ থেকে করোনার মৃতদেহ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল। আর এবার যেভাবে পশ্চিমবঙ্গ সরকার সহ আরও তিন রাজ্যের দুরাবস্থার কথা তুলে ধরে তাদের নোটিশ দিল শীর্ষ আদালত, তাতে আশঙ্কা ক্রমশ বাড়তে শুরু করেছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে দেওয়া এই নোটিশের জবাবে এই চার রাজ্যের পক্ষ থেকে কি বলা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!