এখন পড়ছেন
হোম > অন্যান্য > শিক্ষকদিবস থেকে শুরু করে মাদার টেরেসার জীবনাবসান — আসুন, জেনে নিই ৫ম সেপ্টেম্বরে আজকের দিনে আর কী কী ঘটেছিল

শিক্ষকদিবস থেকে শুরু করে মাদার টেরেসার জীবনাবসান — আসুন, জেনে নিই ৫ম সেপ্টেম্বরে আজকের দিনে আর কী কী ঘটেছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৫ম সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

 

১. ১৮৩৯ সালে আজকের দিনে চীনে প্রথম আফিম যুদ্ধের সূচনা হয়।

২. ১৯৯৭ সালে আজকের দিনে মাদার টেরেসার জীবনাবসান হয়।

 

৩. ১৬৬৬ সালে আজকের দিনে লন্ডনের কুখ্যাত অগ্নিকাণ্ডের অবসান হয়।

৪. ১৯৫৮ সালে আজকের দিনে আমেরিকায় প্রথম রঙিন চলচিত্র ক্যামেরাবন্দী করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫. ১৭৯৩ সালে আজকের দিনেই ফ্রান্সে কুখ্যাত সন্ত্রাসের রাজত্বের সূচনা হয়।

৬. ১৯৬০ সালে আজকের দিনে বিখ্যাত বক্সার মহম্মদ আলি অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন।

৭. ১৯৫৮ সালে আজকের দিনে বিখ্যাত উপন্যাসিক বরিস প্যাস্তারনেক রচিত উপন্যাস “ডক্টর জিভাগো” আমেরিকা থেকে প্রকাশিত হয়।

 

৮. ১৯৭৭ সালে আজকের দিনে নাসা ভয়েজার-১ নামক স্যাটেলাইট পাঠায়।

৯. ১৬৯৮ সালে আজকের দিনে রাশিয়ার জার, পিটার দ্য গ্রেট দাঁড়ির ওপর শুল্ক লাগু করেন।

১০. ১৮৮৮ সালে আজকের দিনে ভারতের মহান শিক্ষক ও দ্বিতীয় রাষ্ট্রপতি, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান জন্মগ্রহণ করেন। ভারতে এই দিনটি শিক্ষক দিবস রূপে পালিত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!