এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবারের শিক্ষক দিবসে কেন্দ্র-রাজ্য উভয়ের বিরুদ্ধে ধিক্কার-প্রতিবাদে ভরিয়ে দিতে আসরে বহু সংগঠন

এবারের শিক্ষক দিবসে কেন্দ্র-রাজ্য উভয়ের বিরুদ্ধে ধিক্কার-প্রতিবাদে ভরিয়ে দিতে আসরে বহু সংগঠন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম এবং মৃত্যু দিনটিকে পালন করা হয় শিক্ষক দিবস হিসেবে সর্বত্র। প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষক দিবস পালন করা হয় সাড়ম্বরে। শিক্ষকদের প্রতি ছাত্র-ছাত্রীদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এইদিনে বিশেষ করে। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে সমস্ত কিছু উল্টে পাল্টে গেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুই বন্ধ। কিভাবে হবে সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিন পালন? কিভাবে হবে রাজ্যজুড়ে শিক্ষক দিবস পালন?

মুশকিল আসান করতে সুযোগ নেওয়া হচ্ছে ভার্চুয়াল দুনিয়ার। সূত্রের খবর, শনিবার রাজ্যের সল্টলেকের বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তরে শিক্ষক দিবস পালন হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে প্রথমেই জেলা প্রশাসকদের দপ্তর থেকে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। সব জায়গাতেই ছাত্র এবং শিক্ষকদের দেখা হবে এবার ভার্চুয়ালি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বেশ কয়েকটি শিক্ষক সংগঠন এই দিনটিকে প্রতিবাদ দিবস’ হিসেবে বেছে নিয়েছেন। যেমন- রাজ্যের স্নাতক শিক্ষকরা দীর্ঘদিন ধরেই সর্বভারতীয় বেতন কাঠামোর জন্য আন্দোলন চালিয়ে আসছেন। কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলাও চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌমেন ভট্টাচার্য জানিয়েছেন, স্নাতকোত্তর শিক্ষকদের নিয়ে যে বৈষম্য চলছে তার বিরুদ্ধে শিক্ষক দিবসে সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ স্নাতক শিক্ষকরা বিক্ষোভ দেখাবেন। অন্যদিকে অধ্যাপকদের সংগঠন কুটা শিক্ষক দিবসের দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করবে বলে জানা গেছে। এই কর্মসূচিতে তাঁরা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর। এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যে জনস্বার্থবিরোধী শিক্ষা নীতি ঘোষণা করেছে তারই বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।

কেন্দ্রের শিক্ষানীতি ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী তথা সামগ্রিক শিক্ষা স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। আর সেই কারণেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দিবস’ হিসেবে পালন হবে এবারের শিক্ষক দিবস। একইভাবে রাজ্যের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফ থেকেও শিক্ষক দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ দেখানো হবে রাজ্য সরকারের বিরুদ্ধে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এবারের শিক্ষক দিবস ছাত্র-শিক্ষকদের মিলন উৎসব এর থেকেও বেশি প্রতিবাদ দিবস’ হিসেবে উঠে আসবে সোশ্যাল মিডিয়ায়। তবে সব মিলিয়ে ভার্চুয়ালি শিক্ষক দিবস পালনে ছাত্রছাত্রীদের মন মোটেই ভালো নেই বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!