বিশ্ববাংলা লোগোতে কালি মামলায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে তুলকালাম কোর্ট চত্ত্বর বিশেষ খবর রাজ্য November 26, 2017 বিশ্ববাংলা লোগো নিয়ে তুলকালাম রাজ্য-রাজনীতি, যা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এবার বিশ্ববাংলা লোগোতে কালি লাগানোর অভিযোগে ধৃতদের শুনানি কে কেন্দ্র করে তীব্র সংঘাত তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। আজ বিধাননগর ময়ূখ ভবন আদালত চত্বরে সাজা প্রাপ্ত ৯ জন বিজেপি কর্মী এবং তাদের সমর্থেনে আসা অন্যান্য বিজেপি কর্মীদের উপর চড়াও হন প্রায় ১০০ জন তৃণমুল কর্মী, সূত্রের খবর অনুযায়ী হামলাকারীরা সকলেই সুজিত বসুর অনুগামী বলে জানা যাচ্ছে। ধৃতরা ঘেরাটোপের মধ্যে থাকলেও পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ৫ জন বিজেপি কর্মীকে আহত অবস্থায় নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে, ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা কোর্ট চত্বরে একটি বাইকও ভাঙচুর করে। শেষে উত্তাল পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে রাফ নামাতে হয়। পরে সরকারী আইনজীবী সন্দীপ চট্টোপাধ্যায় বলেন, এটা শুধু সরকারি সম্পত্তিতে কালি মাখানোর বিষয় নয়, এটা বৃহত্তর ষড়যন্ত্র। রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চক্রান্ত। তদন্তের অগ্রগতির জন্য সকলের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। কিন্তু, বিচারক সব দিক ভেবে ধৃতদের মধ্যে চারজনের তিনদিনের পুলিশ হেফাজতে মঞ্জুর করেছেন। কিন্তু পাল্টা অভিযুক্ত পক্ষের আইনজীবী গোরা সরকার জানান, যে ধারা দেওয়া হয়েছে তাতে মনে হয়েছিল জামিন হয়ে যাবে। কিন্তু ওদেরকে আটকে রাখতে আরও বেশ কয়েকটি ধারা পরে দেওয়া হয়েছে। * ছবিটি প্রতীকী আপনার মতামত জানান -