বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তীব্র ভাষায় আক্রমন তৃণমূল কংগ্রেসকে বিশেষ খবর রাজ্য November 26, 2017 সবংয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষনার পরেই ফের একবার পরিবারতন্ত্র নিয়ে সরব হলেন বিরোধীরা। এদিন তৃণমূলের তরফ থেকে সবং উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তৃণমূলের প্রার্থী হচ্ছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও বর্তমানের তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়ার স্ত্রী গীতারানি ভূঁইয়া। আর এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কংগ্রেস ও তৃণমূলের পরিবারতন্ত্রকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস ও তৃণমূলের কালচারই হল পরিবারতন্ত্র, ওখানে পরিবারতন্ত্র শেষ হয়ে গেলে দুটি পার্টিই শেষ হয়ে যাবে। সঙ্গে আরো যোগ করেন, সারা রাজ্যে বিজেপি সমস্ত নির্বাচনে জেতার জন্য লড়াই করছে। অনেক জায়গায় জেতার কাছাকাছিও পৌঁছেছি আমরা। প্রসংঙ্গত তৃণমূলে যোগ দেববার পর সবংয়ের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মানসবাবু আর তার জন্যই সেখানে উপনির্বাচন হচ্ছে। আপনার মতামত জানান -