এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বার্তা দিয়ে জল্পনা বাড়ালেন মদন মিত্র

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বার্তা দিয়ে জল্পনা বাড়ালেন মদন মিত্র

গত রবিবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা এলাকার লেনিননগর স্পোর্টিং ক্লাবের মাঠে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন হয়েছিলো । উদ্যোক্তা ছিলেন ওই কেন্দ্রের সদ্য নির্বাচিত বিধায়ক সুনীল সিং । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। মঞ্চে উপস্থিত মদন বাবু তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, এবার আমরা এগোব। আমি নোয়াপাড়ায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে বলি, ভারতবর্ষ সম্পর্কে আপনার কতটা আইডিয়া আছে জানি না। আপনি যেমন নর্থ-ইস্ট দেখাচ্ছেন। তবে আমি বলছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় নর্থ-ইস্ট হল এই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র। আপনি ত্রিপুরা থেকে নিচে নামবেন আর আমরা নোয়াপাড়া থেকে উপরে উঠব। এরপরেই হিন্দি কবিতার ছন্দে কার্যত নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,

রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে
আরে ফুল তো জোড়া ফুল
লেকিন মোদী ইয়াদ রাখো জং-কে ময়দান মে
ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে

রাজ্যে ক্ষমতার পট-পরিবর্তনের সময়ে কার্যত তিনি ছিলেন দলনেত্রীর ডানহাত। কিন্তু এরপরেই সারদা-নারদ কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যায়। সিবিআইয়ের জেরার মুখে পড়ে হয় হাজতবাসও। দূরত্ত্ব বাড়তে থাকে দলের সঙ্গে, প্রথমে যায় মন্ত্রীত্ত্ব, পরে পরাজিত হন বিধানসভা নির্বাচনেও। আর তারপরেই ক্রমশ ব্রাত্য হতে থাকেন দলে। জায়গা হয় না ২১ শে জুলাইয়ের মঞ্চে। রাজ্য হারে একের পর এক নির্বাচন হয়ে গেলেও ডাক পরে না প্রচারে। তাঁর নিজের বিধানসভা এলাকা কামারহাটির পাশের বিধানসভা নোয়াপাড়া উপনির্বাচনেও ব্রাত্য থাকেন। নিজেই নিজেকে ‘তৃণমূলের লাস্ট বয়’ বলে জল্পনা বাড়ান। তুমুল গুঞ্জন ছড়ায় এবার কি তাহলে মুকুল রায়ের দেখানো পথেই তৃণমূল ছেড়ে বিজেপির দিকে পা বাড়াবেন তিনি? কিন্তু তারপরেই দায়িত্ত্ব পান তপসিয়ায় তৃণমূল ভবনে দলীয় কাজ সামলানোর। আর এবার নোয়াপাড়ায় গিয়ে পরিচিত পুরোনো ছন্দে যেভাবে কেন্দ্রের শাসকদলকে তীব্র আক্রমন করলেন, তাতে করে আবার জল্পনা ছড়ালো তাহলে কি আবার পুরোনো দূরত্ত্ব ঘুচিয়ে ধীরে ধীরে তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়লেন শাসকদলের একসময়ের দাপুটে নেতা মদন মিত্র?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!