এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্লাবকে টাকা দেওয়া নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মমতা! জেনে নিন

ক্লাবকে টাকা দেওয়া নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মমতা! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই সব থেকে বেশি তোষণের অভিযোগ তুলেছে বিরোধীরা। এক্ষেত্রে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা দেওয়া হোক কিংবা ক্লাবগুলোকে আর্থিক অনুদান, সব ক্ষেত্রেই বিরোধীদের অভিযোগ উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করে। বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের এই অভিযোগ নিয়ে রীতিমতো বিড়ম্বনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে।

তবে তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের পক্ষ থেকে প্রতিবছর ক্লাবগুলোকে অনুদান দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছিল। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এবার সেই ক্লাবগুলোকে সাহায্য করা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশিষ্ট খেলোয়াড়দের সম্মানিত করা হয়। আর সেখানেই ক্লাবগুলোকে টাকা দেওয়া নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনেক বাবুদের রাগ হয়। ক্লাবগুলোকে কেন টাকা দেওয়া হচ্ছে। আমি বলি ক্লাবগুলোকে টাকা দেওয়া হবে না কেন? এই ক্লাবের ছেলেরা বিপদে-আপদে মানুষের পাশে থাকে। রক্তদান করে, ক্যারাম খেলে। এতে আপত্তির কি আছে!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে তোষণের রাজনীতি নিয়ে বিরোধীরা যখন অভিযোগ করছে, তখন তাদের মুখের কথা কেড়ে নিতে চাইলেন। এক্ষেত্রে ক্লাবগুলোকে সাহায্য কি কারনে করা হয়, তার কথা বলে এই সাহায্য যে অব্যাহত থাকবে, তা আরও একবার বুঝিয়ে দিতে চাইলেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যালঘু ইমাম থেকে শুরু করে ক্লাব রাজনীতি, বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে বর্তমানে অভিযুক্ত হতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের পক্ষ থেকে এই ব্যাপারে অভিযোগ করে বলা হচ্ছে, সরকার ঠ্যাঙ্গারে বাহিনী তৈরি করবার জন্য ক্লাবগুলোকে টাকা দিচ্ছে। আর এই পরিস্থিতিতে ক্লাবগুলোর পাশে দাঁড়িয়ে সেই ক্লাবের ছেলেরা অনেক কাজ করে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী।

অর্থাৎ তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, সরকার কোনোমতেই তোষণের রাজনীতি করে না। এক্ষেত্রে ক্লাবের ছেলেদের সৃষ্টিশীল কাজকর্মে উৎসাহ দিতেই সরকারের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের শেষ বেলায় বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের দাবি করলেও, শেষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে বিরোধীরা কতটা সোচ্চার হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!