এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির হাত ধরার আগে রাজনীতি ছাড়ব! হেভিওয়েট নেত্রীর স্টান্স বদলে চমকে গেল রাজনৈতিক মহল

বিজেপির হাত ধরার আগে রাজনীতি ছাড়ব! হেভিওয়েট নেত্রীর স্টান্স বদলে চমকে গেল রাজনৈতিক মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হঠাৎ করেই ভোলবদল বহু জন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতীর। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন যে, সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করতে প্রয়োজনে তিনি বিজেপিকে সমর্থন করতেও রাজি আছেন। আজ সোমবার তিনি হঠাৎ করে নিজের মত বদলালেন। আজ তাঁকে বলতে শোনা গেল যে, বিজেপির সঙ্গে জোট বাঁধার আগে রাজনীতি থেকেই অবসর নেবেন তিনি। বিজেপির সঙ্গে আদর্শগত পার্থক্য আছে বহু জন সমাজবাদী পার্টির। অনেকে মনে করছেন সমাজবাদী পার্টি ও কংগ্রেসের ক্রমাগত আক্রমণের মুখে পড়েই শেষপর্যন্ত সিদ্ধান্ত বদল করেছেন মায়াবতী।

কিছুদিন আগে উত্তরপ্রদেশের রাজ্যসভা ও বিধান পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছিলেন মায়াবতী। তবে মায়াবতীর দলের অনেকে চেয়েছিলেন যে, রাজ্যসভা নির্বাচনে আলাদা করে প্রার্থী ঘোষণা না করে সমাজবাদী পার্টির প্রার্থীকেই সমর্থন করুক বসপা। কিন্তু তাঁদের কথা না শুনে মায়াবতী, বসপার জন্য আলাদা প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি, স্পষ্ট জানিয়ে দেন যে, অখিলেশ যাদবের সঙ্গ নিতে ইচ্ছুক নয় তাঁর দল। সমাজবাদী পার্টির প্রার্থীকে হারাতে সমস্ত দিক থেকে প্রচেষ্টা চালাবে বসপা। সমাজবাদী পার্টির প্রার্থীকে হারাতে যদি বিজেপিকে সমর্থন করার প্রয়োজন হয়, তাতেও কোনো আপত্তি নেই তাঁর।

বহু জন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতীর এই বক্তব্যের পর বহু জন সমাজবাদী পার্টিকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করে কংগ্রেস। সেইসঙ্গে, বারবার বিরূপ মন্তব্য করতে শুরু করে সমাজবাদী পার্টি। দলের মধ্যেই তীব্র ক্ষোভ ও অসন্তোষ এর মুখে পড়তে হয় মায়াবতীকে। রাজ্য রাজনীতিতে আরও বেশি কোনঠাসা হয়ে পড়েন তিনি। শেষপর্যন্ত, ভেতরে ও বাইরে প্রবল চাপের মুখে পরেই তিনি নিজের মত বদলে দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সোমবার তিনি জানালেন যে, বিজেপির সঙ্গে তিনি জোট করছেন না। নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছিল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। মায়াবতী জানালেন যে, ভবিষ্যতেও কোনদিন বিজেপির সঙ্গে জোট হতে পারে না বহু জন সমাজবাদী পার্টির। কেননা দু দলের আদর্শ আলাদা আলাদা। তিনি দাবি করেছেন ” আমাদের আদর্শ সর্বধর্ম সেবা। আর বিজেপি আপাদমস্তক সাম্প্রদায়িক দল।” তাই, বিজেপির সঙ্গে জোট করার আগে রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছেন তিনি।

বসপা সুপ্রিমো মায়াবতী আরও জানান যে, সমাজবাদী পার্টির প্রার্থীকে তিনি সমর্থন করবেন না বলে জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, বহু জন সমাজবাদী পার্টির দিক থেকে মুসলিম সম্প্রদায়ের সমর্থন নষ্ট করে দিতেই তাঁর দলকে বিজেপির সঙ্গে জুড়ে দিয়েছে সপা ও কংগ্রেস। তবে, পর্যবেক্ষকরা মনে করছেন যে, সপা ও কংগ্রেসের ক্রমাগত চাপের ফলেই নিজের সিদ্ধান্ত বদল করেছেন মায়াবতী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!