এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি কর্মী সমর্থকদের জন্য দুঃসংবাদ ও সুসংবাদ দিলেন দিলীপ ঘোষ

বিজেপি কর্মী সমর্থকদের জন্য দুঃসংবাদ ও সুসংবাদ দিলেন দিলীপ ঘোষ

মমতা ব্যানার্জীর ব্রিগেডের সভাকে টেক্কা দিয়ে ৮ ফেব্রুয়ারির মোদির ব্রিগেড সভা করার কথা ছিল বঙ্গ বিজেপির। কিন্তু এদিন সোমবার সকালে অমিত শাহ তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেন রাজ্য বিজেপিকে। অমিত শাহের পক্ষ থেকে জানানো হয় যে, আপাতত ব্রিগেড সভা বাতিল। বদলে রাজ্যের ৪ জায়গায় ৪টি সভা করবেন নরেন্দ্র মোদি।

আর এই নিয়েই বিজেপির রাজ্য সভা পতি দিলীপ ঘোষ জানান যে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘ আপাতত ব্রিগেডের সভা হচ্ছে না। তার বদলে এ রাজ্যে আরও ৪ টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন এই কর্মসূচি। ২৮ জানুয়ারি শিলিগুড়িতে সভা করবেন মোদী , এরপর ৩১ তারিখ মোদির সভা উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। এরপর আবার ২ ফেব্রুয়ারি আসানসোল এবং ৪ তারিখ আরও এক জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী। যদিও এখনো পর্যন্ত ৪ তারিখের সভাস্থল স্থির হয়নি। কিন্তু খুব শীঘ্রই তা হবে বলে মনে করা হচ্ছে। আর এদিকে ব্রিগেডের সভা কেন বাতিল হলো তা নিয়ে পরিষ্কার কিছু বলা হয়নি। অন্যদিকে এই নিয়ে জানানো হয়েছে যে, মার্চের শেষে রাজ্যে পরীক্ষাপর্ব মিটলে, তারপর ব্রিগেডের সভা নিয়ে নতুন করে ভাবা হতে পারে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডকে টেক্কা দিয়ে মোদী বাহিনীর ক্ষমতা প্রদর্শনের জন্য যথা সাধ চেষ্টায় নেমেছিল বঙ্গ ব্রিগেড। আর এই ভাবে তা বাতিল হওয়ায় কর্মী সমর্থকদের মনোবল ভেঙে গেছে বলেই মনে করছেন রাজনৈতিকমহল। তবে বিজেপির দাবি মনোবল ভাঙার কিছু নেই। ব্রিগেড হবে তবে পরে। আর প্রধানমন্ত্রীর ব্রিগেড বাতিল হলেও সভা হবে। একটি নয় ৪ টি। ফলে এতেও কর্মীরা চাঙ্গা হবে।

অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপি ভয় পেয়েছে। কেননা তারা বুঝতে পেরেছে যে এত লোক আনা সম্ভব নয়। মানুষ তাদের পাশে নেই। তৃণমূলের ব্রিগেডের মতো বিজেপির ব্রিগেড ভরবে না। তাই ব্রিগেড বাতিল করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!