এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > হঠাৎ করেই বাম-কংয়ের ধর্মঘটে বেশ ভালো সারা! বিধানসভার আগে হাসি চওড়া তৃণমূলের? মুখভার বিজেপির?

হঠাৎ করেই বাম-কংয়ের ধর্মঘটে বেশ ভালো সারা! বিধানসভার আগে হাসি চওড়া তৃণমূলের? মুখভার বিজেপির?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বাম-কংগ্রেসের ধর্মঘটে রাজ্যজুড়ে যথেষ্ট সাড়া পড়েছে। এই ধর্মঘটের সমর্থন না করলেও, বামেদের কেন্দ্র বিরোধী আন্দোলনে তৃণমূলের নীতিগত সমর্থন আছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল শাসন শুরু হবার পর থেকে কোন বিরোধী দল রাজ্যে বনধ করবার চেষ্টা করলে, তা ব্যার্থ করতে উঠে পড়ে লেগে রাজ্যের সরকার ও প্রশাসন। কিন্তু, গতকাল এই বনধ দমন করতে, তেমন কোনো কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে। যা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। বিধানসভা নির্বাচনের পূর্বে ধর্মঘটে ভালো সারা পড়ায় খুশি হয়েছে তৃণমূল। এমনটাই জানিয়েছেন একাধিক পর্যবেক্ষক। অনেকের মতে, বিজেপিকে রুখতে বাম কংগ্রেস জোটকে জোরদার করতে চায় তৃণমূল।তাই বাম- কংগ্রেসের বনধে সারা পড়ায় হাসি চওড়া হয়েছে তৃণমূলের, তবে, বিজেপিকে খুশি করতে পারেনি এ ঘটনা।

গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, বনধ তাঁরা সমর্থন করেন না। কিন্তু কেন্দ্র বিরোধী এই আন্দোলনে তাঁদের নীতিগত সমর্থন রয়েছে বলে তিনি জানালেন। তিনি অভিযোগ করেছেন যে, রেল, কয়লা সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। দেশকে সর্বস্বান্ত করে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রতি অভিযোগ করে তিনি বলেছেন, ” দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশ চালাবেন। তিনি পুরসভার বৈঠক করছেন, কারও বাড়িতে গিয়ে রান্না করা খাবার খেয়ে ছবি তুলছেন, দেশটার যে কী অবস্থা! বেকারত্ব বাড়ছে, অর্থনীতিতে ধস নামছে। এ কথা আমি বলছি না, অর্থনীতিবিদরাই বলছেন।’’

মুখ্যমন্ত্রীর দাবি করেছেন যে, বিজেপি বা কেন্দ্রীয় সরকার নয়, তাঁরাই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর দাবি, এ কথা তারাই বলতে পারেন, যারা কথা কম বলে কাজ বেশি করে থাকেন। আর যারা তা করেন না, তাদের দম ততোদিনই থাকতে থাকে, যতদিন তারা ক্ষমতায় আছেন। এর পরে তাদের দম ফুরিয়ে যায়। তিনি দাবি করেছেন যে, কাজের কাজ একমাত্র তাঁরাই করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল কেন্দ্রীয় সরকারের শ্রম, কৃষি আইন সহ একাধিক বিষয় নিয়ে প্রতিবাদে ও ৭ দফা দাবিতে ডাকা ধর্মঘটে ভালো সাড়া পাওয়া গেছে বলে বাম- কংগ্রেস নেতৃত্বের দাবি। শহর-গ্রাম সর্বত্রই বনধের প্রভাব ভালো মতই ছিল। ব্যারাকপুর শিল্পাঞ্চলের মতো বেশ কিছু স্থানে বাম কংগ্রেসের সাংগঠনিক শক্তি জোরালো না থাকলেও, ধর্মঘটের প্রভাব ছিল। শিল্পক্ষেত্রে ধর্মঘটের পরিসংখ্যান দিয়ে সিটুর নেতা অনাদি সাহু, আইএনটিইউসির কামারুজ্জামান কামার, ইউটিইউসির অশোক ঘোষ, এআইসিসিটিইউর বাসুদেব বসু দাবি করেছেন যে, ভয় ভীতিও হুমকিকে উপেক্ষা করেই গতকাল প্রতিবাদে এগিয়ে এসেছিলেন শ্রমজীবী ও বিপন্ন মানুষেরা।

গতকালের ধর্মঘটের প্রভাব অনেকটা উৎসাহিত করেছে বাম কংগ্রেস নেতাদের। এ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানালেন যে, বিভিন্ন জেলাতে এক হাজারের বেশি সমর্থনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক জায়গায় পুলিশের মার খেতে হয়েছে। তবে, সাম্প্রতিক কালে ডাকা তাদের ধর্মঘটের চেয়ে এই ধর্মঘটে অনেক বেশি সাড়া মিলেছে। অন্যদিকে, গতকালের বনধ সম্পর্কে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন যে, নিম্নমধ্যবিত্ত দৈনিক মজুরির কাজ করা মানুষই অধিক সংখ্যায় ধর্মঘটে যোগ দিয়েছিলেন। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার তাদের পিছু হটতে বাধ্য করবে। তিনি দাবি করেছেন যে, রাজ্যে তৃণমূলের বিকল্প একমাত্র বাম-কংগ্রেসই হতে পারে। বিজেপি হতে পারেনা। এমন কথা শোনা বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর কন্ঠেও।

গতকাল বনধের সমর্থনে এন্টালি থেকে মিছিল করেছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীদের সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, কামারুজ্জামান ও সিপিআই (এম-এল) লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখরা। বনধ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, যাদের পার্টি অফিস বন্ধ হয়ে গেছে, তারাই বনধ ডাকতে এসেছে। তবে, গতকাল বাম কংগ্রেসের বন্ধে ভালো সারা মেলায় আনন্দিত শাসকদল তৃণমূল, অন্যদিকে তা অখুশি করেছে বিজেপিকে। এমনটাই বিশ্লেষকদের মতামত।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!