এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার মাতুয়ার ‘বড়মাকে’ নিয়ে রাজনীতি করার অভিযোগ মমতার বিরুদ্ধে, গোপন চিঠি ফাঁস

এবার মাতুয়ার ‘বড়মাকে’ নিয়ে রাজনীতি করার অভিযোগ মমতার বিরুদ্ধে, গোপন চিঠি ফাঁস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভোটের মরসুমে এবার মতুয়াদের নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যেখানে মতুয়া ভোটকে পাখির চোখ করে গাইঘাটার জনসভা থেকে প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর বেশকিছু চিঠির কথা তুলে ধরলেন তিনি‌। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বড়মা তার কাছে অনেকগুলো চিঠি লিখেছিলেন এবং তিনি বলেছিলেন, মতুয়াদের যেন দেখে রাখা হয়।

স্বাভাবিক ভাবেই ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার চিঠিতে হাতিয়ার করে মতুয়া ভোটকে নিজের কাছে টানতেই যে এই ধরনের দাবি করলেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে ভোটের সময় কেন এই ধরনের চিঠি ফাঁস করা হল! এখন তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার গাইঘাটার গোবরডাঙ্গা হিন্দু কলেজ ময়দান একটি জনসভা করেন তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিজেপির বিরুদ্ধে সরব হয়ে নাগরিকত্ব আইন নিয়ে সোচ্চার হন তিনি। এরপরই মতুয়া সমাজের মন কাড়তে বড়মা বীণাপাণি দেবীর কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বড়মার হাতে লেখা চিঠি আমার কাছে অনেকগুলো আছে। তিনি বলেছিলেন, আমার অবর্তমানে তুমি ওদের দেখে রেখো। চিন্তা করবেন না, আমি দেখে রাখব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়েই এখন নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। একাংশ বলতে শুরু করেছেন, কেন ভোটের সময় মতুয়াদের কথা মনে পড়ে? কেন এই সময় বড়মাকে ব্যবহার করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন তিনি? এটা কি রাজনৈতিক স্বার্থ এবং সংকীর্ণতার পরিচয় নয়? স্বাভাবিক ভাবেই এই প্রশ্নকে কেন্দ্র করে এখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বিরোধীদের একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কত লোকসভা নির্বাচনে এই মতুয়াদের সমর্থন পাননি। যার কারণে ঠাকুর পরিবার থেকে শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ হয়েছেন। স্বাভাবিক ভাবেই এবার বিধানসভা নির্বাচনে যাতে মতুয়াদের সমর্থন তৃণমূলের দিকে আসে, তার জন্য এই কৌশল অবলম্বন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বড়মা বীণাপাণি দেবীর চিঠিকে হাতিয়ার করে বড়মা মতুয়াদের দেখবার জন্য তাকে এই দায়িত্ব দিয়েছেন বলে দাবি করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে।

অর্থাৎ তৃণমূল নেত্রী ভোটের ময়দানে এই মতুয়া সমাজের সমর্থন পেতে এই ধরনের কৌশল প্রয়োগ করলেন বলে দাবি একাংশের। যা রাজনৈতিকভাবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ পূরণ করার এক প্রকার উদ্দেশ্য বলে দাবি করতে শুরু করেছে বিরোধীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!