এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল শীর্ষ নেতৃত্বের ডাকা বৈঠককে গুরুত্ব দিলেন না জিতেন্দ্র তিওয়ারি, সোজাসুজি বসতে চান মমতার সঙ্গে !

তৃণমূল শীর্ষ নেতৃত্বের ডাকা বৈঠককে গুরুত্ব দিলেন না জিতেন্দ্র তিওয়ারি, সোজাসুজি বসতে চান মমতার সঙ্গে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল দলের প্রতি একাধিক ক্ষোভ প্রকাশ করেছিলেন আসানসোলের মেয়র ও সেইসঙ্গে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এরপর আজ মঙ্গলবার দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে কলকাতায় আসার নির্দেশ দেয়। কলকাতার ক্যামাক স্ট্রিটে উপস্থিত হয়ে দলের সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ও ভোট কুশলী পিকের সঙ্গে আজ তাঁর বৈঠকের কথা ছিল। কিন্তু আজ মঙ্গলবার সকালে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, এই বৈঠকের প্রয়োজন নেই তাঁর। তাঁর যা সমস্যা আছে, তা তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানাবেন। এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গতকাল আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি রাজনৈতিক কারণের জন্যই আসানসোল পুরসভাকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। যে চিঠিতে তিনি অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের ২০০০ কোটি টাকা থেকে আসানসোল বঞ্চিত রয়েছে। তিনি আরও জানিয়েছিলেন যে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর টাকাও আসানসোলকে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেছিলেন যে, শুধুমাত্র রাজনৈতিক কারণের জন্যই কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা থেকে বঞ্চিত আসানসোল।

যে কারণে ক্ষতির মুখে পড়েছে আসানসোল ও আসানসোলবাসীরা। মেয়র জিতেন্দ্র তিওয়ারির এই চিঠি লেখার পর সেই চিঠি টুইট করে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য। মেয়র তিওয়ারির উপর যথেষ্ট ক্ষুব্ধ হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এরপর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল আজ মঙ্গলবার কলকাতায়। কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান তিনি। তাই তিনি এই বৈঠক নাকচ করে দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে রয়েছেন। আজ জলপাইগুড়ি শহরে ছিল মুখ্যমন্ত্রীর জনসভা। আগামী ১৭ তারিখ তিনি ফিরছেন কলকাতায়। এরপর ১৮ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসানসোলের মেয়র কথা বলতে পারেন বলে জানা যাচ্ছে। এ বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি সরাসরি গণমাধ্যমের সামনে জানিয়েছেন যে, মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে গতকাল সোমবার রাতে কথা বলেছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন আগামী ১৮ তারিখ ৫ মিনিটের জন্য মুখ্যমন্ত্রী তাঁকে সময় দিতে পারবেন। সেখানে যেন তিনি তার সমস্যার কথা জানান। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রীকে যখন তিনি সরাসরি তাঁর সমস্যার বিষয়ে জানাতে পারবেন। সেখানে ফিরহাদ হাকিমের সঙ্গে এ বিষয়ে বৈঠক করা নিষ্প্রয়োজন।

দলের বিরুদ্ধে তিনি একাধিক ক্ষোভ প্রকাশের পরও আজ দলীয় কর্মসূচি ও সরকারি কাজে অন্যদিনের মত অংশগ্রহণ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আজ মঙ্গলবার তিনি আসানসোল পুর নিগমে তাঁর দপ্তরে বসে সমস্ত কাজ করলেন স্বাভাবিক ভাবে। যারা তাঁর দপ্তরে সমস্যা নিয়ে এসেছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেন ও তাদের সমস্যা সমাধানের চেষ্টা করলেন। তবে দলের প্রতি তিনি যে যথেষ্ট ক্ষুব্দ রয়েছেন, তা তাঁর একাধিক বাক্যে প্রকাশ পেয়েছে। ইতিপূর্বে তিনি জানিয়েছেন যে, তাঁর সমস্যা নিয়ে অন্য কেউ নয় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আলোচনা করতে ইচ্ছুক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!