এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তেই দিলীপ ঘোষের কটাক্ষের বাক্যবাণ বিজেপির দাপুটে যুব নেতাকে

হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তেই দিলীপ ঘোষের কটাক্ষের বাক্যবাণ বিজেপির দাপুটে যুব নেতাকে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্য বিজেপিতে বিদ্রোহের নতুন মাত্রা পেয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ। তৃণমূল যাকে বিজেপির রক্তক্ষরণ বলে দাবি করেছে। একাধিক বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি শঙ্কুদেব পণ্ডা। যদিও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখতে নারাজ বিজেপির রাজ্য নেতৃত্ব। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপির যুব নেতা শঙ্কুদেব পণ্ডার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ জানালেন, কিছু লোক থাকেন যারা হলেন ট্রাভেলার। তারা রাজনীতিবিদ নন। তারা দল বদল করে থাকেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, শঙ্কুদেব পণ্ডার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ প্রসঙ্গে বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ জানান, রাজ্যে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তা নিয়ে বিজেপির কার্যকর্তারা ব্যস্ত আছেন। কে আছেন? কে নেই? তা নিয়ে গ্রুপের দিকে তাকাতে তারা সময় পাননি। মানুষকে পরিষেবা দেওয়া এখন তাদের মূল লক্ষ্য। গ্রুপ দেখার সময় পাওয়া যায়নি।

অন্যদিকে, এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন, করোনার সময় বিজেপির জন্য এটা খুব একটা বড় খবর হতে পারে না। কেউ দল ছেড়ে গেলে সেটা খবর হতে পারে। এটা সময় সময় কেউ ইচ্ছা করে করে, এমন নয়। তাই তিনি মনে করছেন, এটা কোন রাজনৈতিক খবর হতেই পারে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!