এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ষষ্ঠ দফার ভোট শুরু হতেই তুমুল অশান্তি তৃণমূল ও বিজেপি শিবিরের মধ্যে, বাড়ছে উদ্বেগ

ষষ্ঠ দফার ভোট শুরু হতেই তুমুল অশান্তি তৃণমূল ও বিজেপি শিবিরের মধ্যে, বাড়ছে উদ্বেগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। কিন্তু প্রত্যেক বারের মতন এবারের নির্বাচন শুরু হতেই আবার নতুন করে রাজনৈতিক হিংসার সূত্রপাত। আজকে ভোট চলছে উত্তর 24 পরগনা জেলা জুড়ে। একই সাথে উঠে আসছে বিভিন্ন জায়গার রাজনৈতিক হিংসা, গন্ডগোলের খবর। ভোট শুরু হতে না হতেই তুমুল অশান্তি শুরু হয়ে গেল উত্তর 24 পরগনার বীজপুর এলাকায়। এই এলাকার তৃণমূল কর্মীরা অভিযোগ তুলেছে, তাঁদের ওপর ব্যাপক মারধর করা হচ্ছে।

এবং এই মারধোরের অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূল শিবিরের অভিযোগ, এলাকার তৃণমূল নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, কাঁচরাপাড়ার 10 ও 11 নম্বর ওয়ার্ডেও সকাল থেকেই চলছে ঝামেলা। বুথের সামনে বহু মানুষের জমায়েত নিয়ে শুরু হয় ব্যাপক অশান্তি। স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযোগ তুলেছে, তাঁদের এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। প্রতিবাদ করতেই তাঁদের কর্মী সমর্থকদের রাস্তায় ফেলে গেরুয়া শিবিরের দুষ্কৃতীরা মারধর করতে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, তৃণমূলের এক নেতাকে এমন মারধর করা হয় যে তাঁর মাথা ফেটে যায়। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভোটের আগের রাত থেকেই উত্তর 24 পরগণার আমডাঙ্গা জুড়ে চলছে ব্যাপক বোমাবাজি। গতকাল মাঝরাতে সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা এক নম্বর ওয়ার্ডেও ব্যাপক বোমাবাজির হয়। স্বাভাবিকভাবেই বোমাবাজির আতঙ্কে ভুগছে স্থানীয় মানুষ।

আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি আয়ত্তে আনে। অন্যদিকে তৃণমূল নেতাকে মারধর করা নিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের কর্মদক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। রাজনৈতিক মহলের অনেকেরই বক্তব্য, নির্বাচন কমিশন যেখানে রাজনৈতিক হিংসা আটকাতে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাচ্ছে, সেখানে এরকম হিংসাত্মক গন্ডগোল কিভাবে হল? প্রসঙ্গত, বীজপুরে বিজেপি প্রার্থী মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!