এখন পড়ছেন
হোম > রাজ্য > অ্যালকেমিস্ট নিয়ে সামনে এল নতুন করে অভিযোগ, টাকা ফেরত পাওয়ার আশায় আমানতকারীরা

অ্যালকেমিস্ট নিয়ে সামনে এল নতুন করে অভিযোগ, টাকা ফেরত পাওয়ার আশায় আমানতকারীরা

অবশেষে আশার আলো দেখতে শুরু করলেন অর্থলগ্নি সংস্থা আলকেমিস্টের বিনিয়োগকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য, ‘অ্যালকেমিস্ট’ এ দু লক্ষ টাকা জমা দিয়েও তা ফেরত পাননি বলে সম্প্রতি সেবির কাছে ইমেইল মারফত একটি অভিযোগ জানিয়েছিলেন উত্তর 24 পরগনার বাসিন্দা বনানী গুহঠাকুরতা।

কিন্তু 138 জন অভিযোগকারীর একটি তালিকায় 130 নম্বরে নাম রয়েছে বনানীদেবীর। আর সেই তালুকদার কমিটিই সমস্ত ব্যাপারটি বিবেচনা করবে বলে নভেম্বরের শুরুতেই সেবির পক্ষ থেকে সেই বনানী গুহ ঠাকুরতাকে জানিয়ে দেয়া হয়েছিল।

জানা গেছে, অ্যালকেমিস্টের সঙ্গে সেই বনানী গুহঠাকুরতার চুক্তি হয়েছিল পাঞ্জাবের ফিরোজপুরে জিরা নামে একটি জায়গায় অ্যালকেমিস্টের আবাসন প্রকল্পের জমি বা ফ্ল্যাট কিনতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। কিন্তু সেই চুক্তিপত্র আদতে তিনি পড়েই দেখেননি বলে জানান বনানীদেবী।

অন্যদিকে এই আলকেমিস্টের বিনিয়োগকারীদের হয়ে একটি মামলায় হাইকোর্টে লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও শুভাশিস চক্রবর্তী। পাশাপাশি এই অ্যালকেমিস্টের ব্যাপারে একটি মামলা দায়ের করছেন পানিহাটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

এদিন এ প্রসঙ্গে সে অ্যাসোসিয়েশনের কর্তা বাবলু সাহু জানান, 2017 র 31 ডিসেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত 76 হাজার বিনিয়োগকারীর সব বিলিয়ে 490 কোটি টাকা ফেরত পাওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত মোটে 730 জন এই টাকা পেয়েছেন। কিন্তু এই 76 হাজার নথিভূক্ত তালিকার মধ্যে তো সেই বনানী গুহ ঠাকুরতার নামই নেই।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে এই অ্যালকেমিস্ট মামলার অন্যতম আইনজীবী অরিন্দম দাস বলেন, “হাইকোর্টের নির্দেশে তালুকদার কমিটি এই বিষয়টা দেখছে। সেবি থেকে পাঠানো তালিকার মতামত চাইবে কমিটি। আর সেই তালিকায় যদি তাদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে বনানীদেবীরাও টাকা পাবেন।”

পাশাপাশি অ্যালকেমিস্টে বিনিয়োগ করে এখনও পর্যন্ত যারা সেই টাকা ফেরত পাননি তার জন্য কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রনাথ তালুকদারের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলল সেবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!