এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে লোকসভা নির্বাচনের আগে ফিরহাদ হাকিমকে আর বড় দায়িত্ব দলনেত্রীর

জল্পনা বাড়িয়ে লোকসভা নির্বাচনের আগে ফিরহাদ হাকিমকে আর বড় দায়িত্ব দলনেত্রীর


সামনেই লোকসভা নির্বাচন। অনেকদিন আগেই সর্বভারতীয় দল হিসেবে সারা দেশে আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বাংলা ছাড়া দেশের প্রায় কোন রাজ্যেই সেই তৃণমূল কংগ্রেসের শক্ত সংগঠন নেই বললেই চলে। তৃণমূলে থাকার সময় দলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়কে ত্রিপুরার সংগঠন দেখভাল করার দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এক বছর আগে সেই মুকুল রায় বিজেপিতে যোগদান করলে ধীরে ধীরে ভেঙে পড়ে ত্রিপুরার সংগঠন। পরিস্থিতি সামাল দিতে সেই ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয় বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে। কিন্তু এতেও তেমন কোনো লাভ হয়নি।

ত্রিপুরায় দলের যে কয়জন নেতা এবং বিধায়ক ছিল, মুকুল রায়ের সাথে সাথে সেই তাদের মধ্যে অনেক নেতাও যোগদেন বিজেপিতে। আর এরপরই সব্যসাচী দত্তকে সেই ত্রিপুরার দায়িত্ব থেকে সরিয়ে দেন রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। আর অবশেষে সেই ত্রিপুরায় দলীয় সংগঠনকে চাঙ্গা করতে এবার ফিরহাদ হাকিমের উপরেই ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো।

সূত্রের খবর, কালী পূজা উপলক্ষে গত মঙ্গলবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস লাল সিংহ। আর সেখানেই ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূলের ওপর আক্রমণ বেড়েই চলেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেন সেই ত্রিপুরার তৃণমূলের রাজ্য সভাপতি।

আর তখনই ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে ত্রিপুরা রাজ্য সভাপতি আশিস লাল সিংহকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভালো করে কাজ করুন। সাধারণ কর্মীদের নিয়ে সংগঠনকে আরও জোরদার করুন। ববি (ফিরহাদ হাকিম) পুরোটা দেখবে। সকলকে নিয়ে খুব ভালো করে কাজ করতে হবে।” জানা গেছে, চলতি মাসের শেষের দিকে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের সেই ফিরহাদ হাকিমের উপস্থিতিতে একটি সভাও করবে তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালই জানেন যে, জাতীয় রাজনীতিতে নিজেদের শক্তি অটুট রাখতে সারাদেশব্যাপী দলীয় সংগঠনকে চাঙ্গা করতে হবে।

আর তাই মুকুল রায় দলবদল করার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন সংগঠন বাড়াতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতাদের ওপর ভরসা করছেন দলনেত্রী, ঠিক তেমনি সেই ফিরহাদ হাকিমকে বাইরের রাজ্যেরও দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এখানেই প্রবল জল্পনা সৃষ্টি হয়েছে যে, তাহলে কি তরুণ তুর্কি দলের বর্তমান অঘোষিত নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা কমছে তৃণমূল সুপ্রিমোর? আর তার জেরেই কি সাংগঠনিক দিক থেকে নিজের প্রিয় আস্থাভাজন ববির উপরই ভরসা রাখছে তার প্রিয় দিদি? প্রশ্নটা থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!