এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দীর্ঘকাল পর এবার আদালতে হাজিরা দিতে হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

দীর্ঘকাল পর এবার আদালতে হাজিরা দিতে হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘকাল পর এবার আদালতে হাজিরা দিতে হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যুব কংগ্রেস নেত্রী থাকার পর দীর্ঘকাল আদালতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। গত ১৯৯৩ সালে শেষবারের মতো আদালতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভদ্রেশ্বরে তেলিনিপাড়া জুট মিলের এক শ্রমিক ভিখারি পাসওয়ানের অন্তর্ধান নিয়ে সরব হয়েছিলেন তিনি। পুলিশের বিরুদ্ধে অন্তর্ধানের বিস্ফোরক অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। যেখানে নিজেই আইনজীবী হিসেবে দাঁড়িয়ে ছিলেন তিনি। এরপর থেকে থেকে বহুকাল তাঁকে আদালতে দেখা যায়নি। রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আদালতে দীর্ঘ সময় ধরে উপস্থিত হতে দেখা যায়নি তাঁকে।

প্রসঙ্গত, ১৯৯০ সালের ১৬ ই আগস্ট কংগ্রেসের ডাকা ভারত বন্ধের দিনে সিপিএম কর্মী লালু আলম মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাঠির বাড়ি মেরেছিলেন। তবে এই মামলায় আদালতে উপস্থিত হতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও দীর্ঘসময় ধরে এই মামলা চলেছিল। আবার, ১৯৯৩ সালের ২১ সে জুলাই সচিত্র ভোটার পরিচয় পত্রের দাবিতে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মহাকরণ অভিযান করার সময় পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন তৈরি করা হয়েছিল। যে কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। তবে, এর তদন্তে মুখ্যমন্ত্রীকে তলব করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি করা হয়েছে বলে, হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানির কথা ছিল। সাধারণত, জনপ্রতিনিধি আইনে কোনো মামলা হলে মামলাকারীকে শুনানির দিন আদালতে উপস্থিত থাকতে হয়। তবে, গতকাল আদালতে ছিলেন না মুখ্যমন্ত্রী। আদালতে ছিলেন তাঁর আইনজীবীরা। গতকাল তাঁর আইনজীবীদের কাছে বিষয়টি জানিয়েছেন তিনি।

বিচারপতি জানতে চেয়েছেন যে, আগামী শুনানির দিনে মামলাকারী নিজে আদালতে উপস্থিত থাকতে পারবেন কি? এর জবাবে তাঁর আইনজীবীরা জানিয়েছেন যে, নিয়ম অনুযায়ী সমস্ত কিছু করা হবে। এরপর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার। আর সেদিন মুখ্যমন্ত্রীর আদালতে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আর যা তাৎপর্যপূর্ণ ঘটনা হতে চলেছে। কারণ, নিজের রাজনৈতিক জীবনে দীর্ঘকাল ধরে আদালতে উপস্থিত হতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!