এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেত্রীর ঘোষণার পর মুর্শিদাবাদের কোন কেন্দ্রে কে হতে পারেন প্রার্থী দেখে নিন একনজরে

তৃণমূল নেত্রীর ঘোষণার পর মুর্শিদাবাদের কোন কেন্দ্রে কে হতে পারেন প্রার্থী দেখে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ এই করোনা আবহে এই বছর কিভাবে হবে তাই নিয়ে কাল এক দলীয় বৈঠক ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু, একুশে জুলাইয়ের থেকেও বড় কথা হয়ে দাঁড়িয়েছে এখন একুশের নির্বাচন। ফলে, এখন থেকেই কার্যত নির্বাচনের দামামা বেজে গেল শাসকদলের অন্দরে। কেননা কালকের বৈঠকের পরিপ্রেক্ষিতে সামনে এল এক বড়সড় খবর।

গতকালের বৈঠক সম্পূর্ণরূপে দলীয় বৈঠক হওয়ায়, সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার বা প্রত্যক্ষ করার অনুমতি ছিল না। কিন্তু ওই বৈঠকে যোগদান করা বিভিন্ন বিধায়কের অনুগামীদের সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বৈঠকের মাঝেই জানতে চান, বিধানসভা ভোটে আপনারা কে কে ফের টিকিট পেতে চান হাত তুলুন দেখি? কয়েক জন ইতস্তত করলেও, দলনেত্রীর সেই প্রশ্নে প্রায় সবাই হাত তোলেন।

আর এরপরেই তৃণমূল নেত্রী নাকি জানান, এই দেখুন আমিও হাত তুলছি। যে যেখানে বিধায়ক রয়েছেন, সেখানেই প্রার্থী হবেন। একই সঙ্গে তিনি জানান, অন্য কোনও সংরক্ষণ না থাকলে, প্রত্যেকে নিজের নিজের কেন্দ্র থেকেই দাঁড়াতে পারবেন। যদিও এই নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা তৃণমূল কংগ্রেসের তরফে করা হয় নি। আর তাই, এরপরেই তুমুল জল্পনা ছড়িয়ে পরে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদি, এই জল্পনা সত্যি হয় তাহলে আসুন একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের ২২ আসনের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা –

১. ফারাক্কা – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী মইনুল হক জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে মহম্মদ মুস্তাফা পরাজিত হন
২. সামশেরগঞ্জ – আমিরুল ইসলাম
৩. সুটি – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী হুমায়ুন রেজা জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে ঈমানী বিশ্বাস পরাজিত হন
৪. জঙ্গিপুর – জাকির হোসেন
৫. রঘুনাথগঞ্জ – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী আখরুজ্জামান জয়ী হন, পরবর্তীকালে তিনি শাসকদলে যোগ দেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে আবুল কাশেম মোল্লা পরাজিত হন
৬. সাগরদীঘি – সুব্রত সাহা
৭. লালগোলা – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী আবু হেনা জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে চাঁদ মহম্মদ পরাজিত হন

৮. ভগবানগোলা – এই কেন্দ্রে গতবার সিপিএম প্রার্থী মহসিন আলি জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে আবু সুফিয়ান সরকার পরাজিত হন
৯. রাণীনগর – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে হুমায়ুন কবীর পরাজিত হন
১০. মুর্শিদাবাদ – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী শাওনি সিংহ রায় জয়ী হন, পরবর্তীকালে তিনি শাসকদলে যোগ দেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে অসীমকৃষ্ণ ভট্ট পরাজিত হন
১১. নবগ্রাম – এই কেন্দ্রে গতবার সিপিএম প্রার্থী কানাইচন্দ্র মন্ডল জয়ী হন, পরবর্তীকালে তিনি শাসকদলে যোগ দেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে দিলীপ সাহা পরাজিত হন
১২. খড়গ্রাম – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী আশীষ মার্জিত জয়ী হন, পরবর্তীকালে তিনি শাসকদলে যোগ দেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে মাধবচন্দ্র মার্জিত পরাজিত হন
১৩. বড়ঞা – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী প্রতিমা রজক জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে ষষ্ঠীচরণ মাল পরাজিত হন
১৪. কান্দি – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী শফিউল আলম খান জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে গৌতম রায় পরাজিত হন

১৫. ভরতপুর – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী কমলেশ চ্যাটার্জি জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে খাদেম দস্তগীর পরাজিত হন
১৬. রেজিনগর – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী জয়ী হন, পরবর্তীকালে তিনি শাসকদলে যোগ দেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে বেগম সিদ্দিকা তৃতীয় হন
১৭. বেলডাঙা – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী শেখ শফিউজ্জামান জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে গোলাম কিবরিয়া মিঁয়া পরাজিত হন
১৮. বহরমপুর – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে সুজাতা ব্যানার্জি পরাজিত হন
১৯. হরিহরপাড়া – নিয়ামত শেখ
২০. নওদা – শাহিনা মমতাজ বেগম খান
২১. ডোমকল – এই কেন্দ্রে গতবার সিপিএম প্রার্থী আনিসুর রহমান জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে সৌমিক হোসেন পরাজিত হন
২২. জলঙ্গি – এই কেন্দ্রে গতবার সিপিএম প্রার্থী আব্দুর রেজ্জাক মন্ডল জয়ী হন, পরবর্তীকালে তিনি শাসকদলে যোগ দেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে অলোক দাস পরাজিত হন

আরও পড়ুন – ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা (যে জেলার প্রার্থী তালিকা দেখতে চান সেই জেলার উপর ক্লিক করুন) –
১. কুচবিহার – ৯ আসন
২. আলিপুরদুয়ার – ৫ আসন
৩. জলপাইগুড়ি – ৭ আসন
৪. কালিম্পঙ – ১ আসন
৫. দার্জিলিঙ – ৫ আসন
৬. উত্তর দিনাজপুর – ৯ আসন
৭. দক্ষিণ দিনাজপুর – ৬ আসন
৮. মালদহ – ১২ আসন
৯. মুর্শিদাবাদ – ২২ আসন
১০. নদীয়া – ১৭ আসন
১১. উত্তর ২৪ পরগণা – ৩৩ আসন
১২. দক্ষিণ ২৪ পরগণা – ৩১ আসন
১৩. কলকাতা – ১১ আসন
১৪. হাওড়া – ১৬ আসন
১৫. হুগলী – ১৮ আসন
১৬. পূর্ব মেদিনীপুর – ১৬ আসন
১৭. পশ্চিম মেদিনীপুর – ১৫ আসন

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!