এখন পড়ছেন
হোম > অন্যান্য > ১০০ তম টেস্টের প্রথম দিনেই করলেন ১০০! কেমন গেলো ভারতের প্রথম দিন?

১০০ তম টেস্টের প্রথম দিনেই করলেন ১০০! কেমন গেলো ভারতের প্রথম দিন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর লীগ টেবিলে প্রথম চারে রয়েছে, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এদের মধ্যে নিউজিল্যান্ড ইতিমধ্যেই পৌঁছে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ভারত সহ বাকি দুটি দেশের প্রত্যেকেই এই মুহূর্তে পৌঁছতে পারে ফাইনালে এবং সেটা নির্ভর করছে আজ থেকে শুরু হওয়া চার ম্যাচের ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের উপর। বলাই বাহুল্য, আজ থেকে শুরু হওয়া ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর নিরিখে এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই টেস্টের শুরুর মাধ্যমেই, দীর্ঘ ৩৮০ দিনের অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরে এলো ভারতের মাটিতে। প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে রয়েছে অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, সহ-অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে, উইকেটকিপার রিশাব পান্ত, ওয়াশিংটন সুন্দর, রবীচন্দ্রন অশ্বিন, জস্পৃত বুমরাহ্, ইশান্ত শর্মা, শাহবাজ নাদিম। এই টেস্ট ম্যাচ জসপৃত বুমরাএর দেশের মাটিতে খেলা প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। অন্যদিকে স্পিনার শাহবাজ নাদিম এবং ওয়াশিংটন সুন্দর তাদের দ্বিতীয় আন্তর্জাতিক টেস্ট খেলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চেন্নাই এ প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। টেস্ট ম্যাচের প্রথম দিনে, ইংল্যান্ড জো রুট এবং সিবল এর ব্যাটের জোরে মাত্র তিন উইকেট হারিয়ে ২৬৩ রান করেন। ভারতীয় বোলাররা চাপ বজায় রাখলেও উইকেট নিতে পারেনি। একমাত্র বুমরাহ দুটি উইকেট এবং আশ্বিন একটি উইকেট পায়ে।

নিজের ১০০ তম টেস্ট খেলা জো রুট, ডোমিনিকা সিবিলকে সঙ্গে নিয়ে ২০০ রানের পাহাড় প্রমাণ পার্টনারশিপ তৈরি করেন। তার সাথেই জো রুট তার একশো তম টেস্টে শত রান করে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুট নবম ব্যাটসম্যান যে, ১০০ তম টেস্টে ১০০ রান করে। এছাড়াও এই তালিকায় রয়েছে, রিকি পন্টিং, ইঞ্জামামুল হক, জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম স্মিথ এবং হাসিম আমলা। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ইংল্যান্ডের ১৫ তম ক্রিকেটার যে ১০০ টেস্ট খেলার সম্মান অর্জন করলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!