এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলায় কত আসন পাবে বিজেপি? পিকের মন্তব্যের পরে তৃণমূলকে গাড্ডায় ফেললেন শুভেন্দু!

বাংলায় কত আসন পাবে বিজেপি? পিকের মন্তব্যের পরে তৃণমূলকে গাড্ডায় ফেললেন শুভেন্দু!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় তৃণমূলকে নির্বাচনী বৈতরণী পার করানো প্রশান্ত কিশোর এখন এমন কিছু কথা বলছেন, যার ফলে অত্যন্ত চাপে রয়েছে এই রাজ্যের শাসক দল। পিকের মুখ থেকে শোনা গিয়েছে, এবার বাংলায় এক নম্বর দল হবে বিজেপি। স্বাভাবিকভাবেই তৃণমূল তাদের এক সময়কার ভোট কৌশলীর এই মন্তব্য নিয়ে অত্যন্ত অস্বস্তিতে পড়ে গিয়েছে। আর তার মধ্যেই সেই প্রশান্ত কিশোরের মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা যে কথা বললেন, তাতে আরও গাড্ডায় পড়ে গেল তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, এদিন প্রশান্ত কিশোরের মন্তব্য নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি এইসব সার্ভেতে বিশ্বাস করি না। কিন্তু রাজ্যের মানুষের মুখে মুখে ঘুরছে যে, এবার বিজেপি অনেক আসন পাবে. এখন কোথায় গিয়ে সেটা দাঁড়াবে, সেটা কেউ জানে না. তার তৃণমূলের আসন যে একেবারে নিচের দিকে নামবে, এটা ৮ থেকে ৮০ সকলেই জানে।” একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী কিন্তু প্রশান্ত কিশোরের এই কথায় একেবারেই ডগমগ হয়ে প্রতিক্রিয়া দেননি।

তিনি যদি চাইতেন, তাহলে প্রতিক্রিয়া দিতেই পারতেন। কিন্তু তিনি সেই সমস্ত কিছুতে না গিয়ে একেবারে বিচক্ষণ রাজনৈতিক নেতার মত বিজেপি যে প্রচুর আসন পাবে, আর এটা যে মানুষের পালস, তা তুলে ধরেছেন। আর প্রশান্ত কিশোরের মন্তব্য যখন তৃণমূলকে অত্যন্ত চাপে রেখেছে, তখন বিরোধী দলনেতার এই ধরনের প্রতিক্রিয়া রাজ্যের শাসক দলের বিড়ম্বনা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!