এখন পড়ছেন
হোম > রাজ্য > ওলা-উবেরের বেলজিয়াম ভাড়ায় রাশ টানতে নজিরবিহীন পদক্ষেপের পথে রাজ্য সরকার

ওলা-উবেরের বেলজিয়াম ভাড়ায় রাশ টানতে নজিরবিহীন পদক্ষেপের পথে রাজ্য সরকার


ওলা , উবের’এর মতো অ্যাপ ক্যাবের লাগাম ছাড়া ভাড়া বৃদ্ধিতে উদ্বিগ্ন রাজ্য সরকার এবার এক অভিনব পদক্ষেপ গ্রহণ করলো। রাজ্য সরকার ভাড়া নিয়ন্ত্রনের জন্যে এবার এই অ্যাপ ক্যাব গুলিকে  চিঠি দিল । দীর্ঘদিন ধরেই এই দুই অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে লাগাম ছাড়া ভাবে ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছিলো। এখন ওলা এবং উবের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানতে চাইলো এই মাত্রাতিরিক্ত সার্জ ফেয়ার তারা কীসের ভিত্তিতে নির্ধারণ করে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বেশ কয়েক দিন যাবত যাত্রীদের মধ্যে অভিযোগ উঠছিলো স্বাভাবিক সময় বা ব্যস্ততম সময়ে সর্বক্ষণই গাড়ির চাহিদা বাড়লেই কয়েকগুণ ভাড়া বাড়িয়ে দেয় ওলা-উবের। এই প্রসঙ্গে দুই সংস্থারই যুক্তি গাড়ির অতিরিক্ত চাহিদা পূরণ করার লক্ষ্যেই তারা  ভাড়া বাড়াতে বাধ্য হয়। কারণ ভাড়া বাড়াতে না পারলে অতিরিক্ত চাহিদার ঐ পরিস্থিতিতে গাড়ির চালকদের মজুরী বৃদ্ধি করা সম্ভব হবেনা। অবশ্য রাজ্যের পরিবহন দফতরের বয়ান অনুসারে যাত্রীদের থেকে বেশি ভাড়া নিলেও চালক বা মালিকরা তার ভাগ পান না। এমনকী, যাত্রী অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হলেও দুই সংস্থা চালকদের থেকে সেই টাকা আদায় করে। এই পরিস্থিতিতেই রাজ্যের পরিবহণ দফতর দুই সংস্থাকে চিঠি দিয়েই কীসের ভিত্তিতে সার্জ ফেয়ার নির্ধারণ করা হয় তা জানতে চেয়ে আগামী পনেরো দিনের মধ্যে সেই জবাবী রিপোর্ট পেশ করার নির্দেশ দিলো।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!