এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ‘জঙ্গি’ তকমা দিতেই মার্কিনি সংস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলনের পথে বজরঙ্গ দল ও ভিএইচপি

‘জঙ্গি’ তকমা দিতেই মার্কিনি সংস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলনের পথে বজরঙ্গ দল ও ভিএইচপি

সম্প্রতি  মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ  ভিএইচপি ও বজরং দলকে ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর তকমা দিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করলো বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি এই কথা বলার জন্যে মার্কিন গোয়েন্দা’কে ক্ষমা চাইতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে এই প্রসঙ্গে প্রতিবাদের ডাক দিয়েছে ঐ ধর্মীয় সংগঠন। উল্লেখ্য সিআইএ-র ওয়ার্ল্ড ফ্যাক্টবুকে জঙ্গি বজরং দলকে ‘জঙ্গি গোষ্ঠী’র তকমা দেওয়া হয়েছে। আর এই ঘটনাকেই বজরং দল ‘অসম্মানজনক’ ও ‘অবাস্তব’ বলে অ্যাখ্যায়িত করেছে।  তারা জানালেন সিআইএ মানে হলো যারা কিনা একদা ওসামা বিন লাদেনের মতন সন্ত্রাস ও নাশকতাবাদীর জন্মদাতা , তাদের এই প্রসঙ্গে এমন বিতর্কিত মন্তব্য করা সাজেনা। সিআইএ এই মন্তব্য করার পিছনে কারণ অনুসন্ধান করে ভিএইচপি নেতা সুরেন্দ্র জৈন বললেন, “সিআইএ-র ফ্যাক্টবুকে কাশ্মীরের বেশ কিছু অংশ পাকিস্তানে দেখানো হয়েছে। সেখান থেকেই সিআই-এর ভারত-বিরোধী মনোভাব স্পষ্ট হয়।” এখন ভিএইচপি’র দাবি কেন্দ্রীয় সরকার যেন শীঘ্র এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং আমেরিকাকে  ফ্যাক্টবুকের ভুল সংশোধনের জন্যে জানায়। প্রসঙ্গত সিআইএ-র রিপোর্ট সূত্রে জানা যাচ্ছে , সেখানে বলা হয়েছে বজরং দল ও ভিএইচপি প্রত্যক্ষভাবে রাজনৈতিক কার্যাবলীতেও অংশগ্রহণ না করলেও বিভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক চাপ সৃষ্টি করে ।  

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!