অবশেষে কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি রুজিরা, তুঙ্গে জল্পনা! তৃণমূল রাজনীতি রাজ্য June 8, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইডির পক্ষ থেকে নোটিশ দিয়ে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তবে শেষ পর্যন্ত তিনি কলকাতায় ইডির দপ্তরে উপস্থিত হন কিনা, সেদিকে নজর ছিল সকলের। অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বের হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। যেখানে সোজা কালো কাচের গাড়িতে করে কেন্দ্রীয় সংস্থার দপ্তরে প্রবেশ করতে দেখা যায় তাকে। প্রসঙ্গত, সম্প্রতি রুজিরা বন্দ্যোপাধ্যায় নিজের সন্তানদের নিয়ে বিদেশ যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত হন। কিন্তু সেখানেই তাকে অভিবাসন দপ্তরের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। আর তারপরেই নোটিশ ধরিয়ে জানিয়ে দেওয়া হয়, 8 তারিখে তাকে ইডির মুখোমুখি হতে হবে। সেই কারণে সকাল থেকেই কি করেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি তিনি হন, নাকি এড়িয়ে যান, তাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছিল। তবে অবশেষে বাড়ি থেকে বেড়িয়ে সোজা কেন্দ্রীয় সংস্থার দপ্তরে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী। একাংশ বলছেন, বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একের পর এক সক্রিয় পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই একাধিকবার সেই কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন আচরণ করতেই এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়া গোটা বিষয়কে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -