ট্রেন দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই সিবিআই হানা! ভয়ঙ্কর অভিযোগ কুনালের! তৃণমূল রাজনীতি রাজ্য June 8, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির কথামতো কাজ করছে বলে অভিযোগ তৃণমূলের। তবে রেল দুর্ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, ঠিক তখনই সিবিআইয়ের পক্ষ থেকে রাজ্যের একাধিক পৌরসভায় তল্লাশি চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যাকে রাজনৈতিক কারণ বলে অভিযোগ করছে তৃণমূলের একাংশ। আর এই পরিস্থিতিতে রেল দুর্ঘটনা সহ সমস্ত বিষয় থেকে নজর ঘোরাতেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। প্রসঙ্গত, এদিন এই বিষয়ে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “একদিকে ভয়াবহ রেল দুর্ঘটনা এবং অন্যদিকে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরমাত্মীয় মনোভাব। সেদিক থেকে গোটা বিষয়ে নজর ঘোরাতেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যাবহার করা হচ্ছে।” বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সোচ্চার হলেন কুনাল ঘোষ। সিবিআই যখন হানা দিচ্ছে একের পর এক পৌরসভায়, তখন সেই ব্যাপারে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা। স্পষ্ট করলেন, কেন্দ্রীয় সংস্থা প্রতিহিংসা পরায়ন রাজনীতি করছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -