এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > তৃণমূলকে হারানোর সংকল্প নিয়ে সাংসদ সৌমিত্র খাঁ যা করলেন, জানলে চমকে যাবেন!

তৃণমূলকে হারানোর সংকল্প নিয়ে সাংসদ সৌমিত্র খাঁ যা করলেন, জানলে চমকে যাবেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মানুষ ভগবানের কাছে যায় বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। আর এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিদায়ের জন্য মহাদেবের কাছে পুজো দিতে দেখা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাকে। তবে শুধু ভক্ত হিসেবে নয়, রীতিমতো মাথা মুন্ডন করে এবং যজ্ঞ করে ষাঁড়েশ্বর মহাদেবের কাছে রাজ্য থেকে তৃণমূল সরকারকে বিদায় করার সংকল্প করলেন এই বিজেপি সাংসদ। জানা গেছে, এদিন শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। তাই সাত সকালে দলের কর্মীদের নিয়ে বিষ্ণুপুর গ্রামের প্রাচীন ষাঁড়েশ্বর মন্দিরে উপস্থিত হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আর সেখানে পৌঁছে প্রথমে মাথা ন্যাড়া করে স্নান সেরে সেই শিব মন্দিরে পুজো দেন তিনি। যেখানে দীর্ঘক্ষন ধরে যজ্ঞ করে তৃণমূল সরকারকে বিদায়ের জন্য প্রার্থনা জানাতে দেখা যায় এই বিজেপি নেতাকে। শুধু তাই নয়, দলের যুব মোর্চা কর্মীদের হাতে আত্মরক্ষার জন্য ত্রিশূল তুলে দিতেও দেখা যায় তাকে। স্বভাবতই এভাবে মাথা মুন্ডন করে শাসক দলকে বিদায় জানানোর জন্য সৌমিত্রবাবুর এই উদ্যোগ নিঃসন্দেহে অভিনব বলেই মনে করছেন সকলের। বস্তুত, ইতিমধ্যেই নানা জায়গায় সভা-সমিতির মধ্যে দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছেন তৃণমূলের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার শ্রাবণ মাসের শেষ সোমবার দিনকে বেছে নিয়ে শিব মন্দিরে পুজো দিয়ে তৃণমূল সরকারকে বিদায় জানানোর সংকল্প করতে দেখা গেল তাকে। এদিন এই পুজো দিয়ে সৌমিত্র বাবু বলেন, “রাম মন্দিরের ভূমি পূজার দিন যেভাবে রাজ্য সরকার লকডাউন করে রাজ্যের মানুষকে রামের পুজোতে বাধা দিয়েছে। তার যোগ্য জবাব 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ও মুখ্যমন্ত্রী পেয়ে যাবেন মানুষের কাছ থেকে। আগামী নির্বাচনে বিজেপি এরাজ্যে যাতে ক্ষমতায় আসে, তার জন্য প্রার্থনা করেছি। যেভাবে জাতীয় পতাকা তুলতে গেলে খুন হতে হচ্ছে দলের নেতাকে, তার মোকাবিলায় সারারাজ্যে যুব মোর্চার হাতে 90 হাজার ত্রিশুল তুলে দিচ্ছি‌। যার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ হবে আর আত্মরক্ষার কাজে লাগবে।”

সব মিলিয়ে একদিকে আত্মরক্ষার জন্য দলের কর্মীদের হাতে ত্রিশূল তুলে দেওয়া এবং অন্যদিকে ভগবানের কাছে তৃণমূল সরকারকে বিদায় জানানোর কথা বলে শাসকদলকে চাপে ফেলার চেষ্টা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। কিন্তু সৌমিত্র খাঁর ভগবানের কাছে এই প্রার্থনা আদৌ সফল হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!