এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > হাঁসের মাংসে আটকে যাবে করোনা? নতুন গুজবে জমে উঠল লক্ষ লক্ষ টাকার ‘ব্যবসা’! চারিদিকে শোরগোল

হাঁসের মাংসে আটকে যাবে করোনা? নতুন গুজবে জমে উঠল লক্ষ লক্ষ টাকার ‘ব্যবসা’! চারিদিকে শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় কারোরই কোনো ধারণা নেই কিভাবে করোনাকে আটকানো যাবে তা নিয়ে। অবশ্য ইতিমধ্যে করোনা পরিস্থিতি সামাল দিতে লকডাউন ফিরিয়ে এনেছেন রাজ্য সরকার আবার। তবে তা সাপ্তাহিকভাবে পালিত হচ্ছে। অন্যদিকে করোনার ভ্যাকসিন প্রয়োজন হলেও সাধারণ মানুষের হাতের নাগালে এখনো তা আসেনি। এই অবস্থায় পুরুলিয়া জেলায় মনসা পূজা উপলক্ষে হঠাৎ করেই হাঁসের বিক্রি বেড়ে গেল।

খোঁজ নিয়ে দেখা গেল, হাঁস বিক্রির পেছনে কাজ করছে অন্য আরেকটি যুক্তি। অনেকেরই দাবি, হাঁসের মাংস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। করোনা আটকাতে যা একান্ত প্রয়োজন। আর তাই করোনার কথা মাথায় রেখেই মা মনসার আরাধনায় পুরুলিয়া জেলায় দেখা গেল দুদিনে প্রায় 10 লক্ষ টাকার বেশি হাঁস কেনাকাটা হয়েছে। একদিকে যেমন ব্যবসায়ীরা লাভের মুখ দেখেছেন এতে, অন্যদিকে সেরকম দীর্ঘদিন পর পুরুলিয়া জেলায় ভেঙে যাওয়া অর্থনীতি আবার ঘুরে দাঁড়ালো বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুরুলিয়া শহরে মনসা পূজো অন্যতম প্রধান উৎসব। মনসা পুজো আগে এই জেলার কয়েকটি জনজাতির মধ্যে হতো। কিন্তু এখন এই জেলার প্রায় সকলেই মা মনসার আরাধনায় রত হয় বলে জানা যাচ্ছে। মনসা পূজাকে কেন্দ্র করে বিক্রিবাট্টাও বাড়ে। কিন্তু এবার পুরুলিয়া শহরে অতিরিক্ত মাত্রায় করোনা বেড়ে যাওয়ায় বিক্রেতারা পুজো স্থলে যাননি। কিন্তু সেখানকার মানুষের বিশ্বাস, একমাত্র হাঁস বলি দিলেই দূরে যাবে করোনা। যার ফলে বহু মানুষ হাঁস আগে থেকেই কিনে রেখেছিলেন।

তা সত্ত্বেও দুদিনে প্রায় 10 লাখ টাকার কেনাবেচা হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে পুরুলিয়ার লোকসংস্কৃতির গবেষক সুভাষ রায় জানিয়েছেন, হাঁস বলি দিয়েই মা মনসার আরাধনা হয়ে থাকে। হাঁসই প্রধান নৈবেদ্য এক্ষেত্রে। তবে বিশেষজ্ঞদের মতে, মনসা পূজা উপলক্ষে হাঁস বলি দেওয়ার রীতি হয়ে থাকলে তা আলাদা ব্যাপার। কিন্তু হাঁসের মাংস খেলে করোনা আটকানো যাবে এ ধারণা সম্পূর্ণ ভুল। মনে করা হচ্ছে, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে হাঁস বলির সঙ্গে করোনাকে জড়িয়ে এ ধরনের গুজব ছড়িয়েছে। কিন্তু এই গুজবের ফলেই হাঁস বিক্রির বহর বেড়ে যাওয়ায় এই ঘটনার পেছনে ব্যবসায়ীদের থাকার সম্ভাবনাও দেখছেন কেউ কেউ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!