এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির বিরুদ্ধে ক্রমাগত জনসমর্থন আদায়ে রাজ্যজুড়ে ঝড় তুলছেন প্রচারে এই কনিষ্ঠ তৃণমূল নেতা

বিজেপির বিরুদ্ধে ক্রমাগত জনসমর্থন আদায়ে রাজ্যজুড়ে ঝড় তুলছেন প্রচারে এই কনিষ্ঠ তৃণমূল নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি নজর কেড়েছেন যিনি তৃণমূল শিবিরের, তিনি হলেন দেবাংশু ভট্টাচার্য। অল্প বয়সেই তিনি বিভিন্ন নেতা-নেত্রীকে জনপ্রিয়তার নিরিখে কিন্তু পেছনে ফেলে দিয়েছেন বলে দাবী রাজনৈতিক মহলের অনেকেরই। তৃণমূল নেত্রীর হয়ে ব্যাটন তিনি হাতে তুলে নিয়েছেন এবং জায়গায় জায়গায় প্রায় প্রতিদিনই প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক হিসাবে। এই প্রচারেই দেবাংশু ভট্টাচার্য বিজেপি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বলেছেন, বাংলাজুড়ে ডেলি প্যাসেঞ্জারি চালাচ্ছেন তাঁরা।

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, উন্নয়নের খাতিরেই রাজ্যে বারবার আসছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। সম্প্রতি হাওড়ায় একটি প্রচার সভা থেকে দেবাংশু ভট্টাচার্য বলেন, 65 বছরের এক মহিলা কত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে, তা মোদী এবং অমিত শাহের বাংলা ডেলি প্যাসেঞ্জারি করা দেখেই বোঝা যাচ্ছে।

 এমনকি স্বাধীনতার পর ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন প্রধানমন্ত্রী রাজ্যের ভোটে এতবার ছুটে আসেননি বলেই দাবী দেবাংশুর। এরপরে দেবাংশু দাবি করেন, এতকিছু করেও বিজেপি নেতা নেত্রীরা কিছুই করতে পারবেন না। কারণ বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজ্য তুলে দিতে এককাট্টা হয়ে গিয়েছে। তাই এবার খেলছে জনগণ। বাংলার বিধানসভা নির্বাচনের মাত্র দুটি পর্ব হয়েছে। 

আগামী পরশু হতে চলেছে তৃতীয় পর্ব। তার পরেও আরো 5 পর্ব বাকি থাকবে। এরই মাঝে ব্যাক-টু-ব্যাক প্রচার চালাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। রবিবার রাতে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে বামুনগাছি সি রোডে বালক সংঘের মাঠে একটি নির্বাচনী জনসভা থেকে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। একই সাথে দেবাংশু মানুষের কাছে আবেদন রাখেন, বিজেপিকে যেন একটিও ভোট না দেওয়া হয়। কারণ, বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে ক্রমাগত হিন্দুত্বের তাস খেলে যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে উন্নয়নের গতি সচল রাখতে এবং মহিলাদের সুরক্ষা বজায় রাখতে এই বাংলায় বিজেপিকে যেন একটিও ভোট না দেওয়া হয় তার আবেদন রাখেন তিনি। পাশাপাশি দেবাংশু এনআরসি নিয়েও মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, অসমে বিজেপি ক্ষমতায় আসার পর এনআরসি থেকে প্রায় 14 লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ গিয়েছে নাগরিক তালিকা থেকে। পাশাপাশি দেবাংশু আরও বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্প যেগুলি মমতা ব্যানার্জি চালু করেছেন সেগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে।

এইমুহূর্তে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে তাঁর অনুরাগীর সংখ্যা বেড়ে চলেছে। আট থেকে আশি প্রত্যেকের আগ্রহ তাঁকে নিয়ে। হাওড়ার সভাতেও দেবাংশু ভট্টাচার্যের আগমনে ভালোই ভিড় দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেবাংশু ভট্টাচার্য আগামী দিনের রাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য মুখ হয়ে উঠতে চলেছে। পাশাপাশি দেবাংশু যেভাবে রাজ্যজুড়ে তৃণমূলের প্রচার চালাচ্ছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপাতত দেখার, দেবাংশুর এই প্রচার কতটা প্রভাব বিস্তার করতে পারে মানুষের মনে এবং রাজ্যের বিধানসভা নির্বাচনে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!