সবং উপনির্বাচন লাইভ: সকল ১০:০০ টা বিশেষ খবর রাজ্য December 21, 2017 আজ সবং বিধানসভায় উপনির্বাচন। এই উপনির্বাচনে লড়াই হতে চলেছে মূলত চতুর্মূখী – তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া, বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য, কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস ও সিপিআইএম প্রার্থী রীতা জানা মন্ডলের মধ্যে। আজ আমরা সারাদিন ধরেই সবং উপনির্বাচন ঘিরে কি ঘটে চলল তার লাইভ আপডেট আপনাদের কাছে দিতে থাকব। সকল ১০:০০ পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্ত্বপূর্ন কিছু ঘটনা সকাল ১০:০০ টা পিংলা অঞ্চলে শান্তিতে ভোটগ্রহণ চলছে কাঁটাবেড়িয়া এবং পেড়ুয়া থেকে অশান্তির খবর আসছে মুরারীচক এলাকা থেকে অস্ত্রসহ ধৃত তৃণমূল নেতা। অস্ত্র দেখিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।যদিও, সমস্ত ঘটনায় অস্বীকার করেছে তৃণমূল। মকরানিচকে বিজেপির এজেন্টকে মারধর করে বুথ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মকরামচক সাতবেটিয়ায় বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকাল ৮:০০ টা ইভিএমের সঙ্গে থাকছে ভিভিপ্যাটও, ফলে ভোটাররা তাৎক্ষণিক জানতে পারবেন ভোট সঠিক জায়গায় পড়ল কিনা নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া, স্থানীয় ভোটাররা খুশি সকাল থেকেই ভোটদানের হার খুব কম, কোনো বুথেই প্রায় ভিড় দেখা যাচ্ছে না, ১-২ জন করে ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন শাসকদলের সন্ত্রাস ঠেকাতে ও বহিরাগতদের প্রবেশ রুখতে গতকাল মধ্যরাতে থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য আপনার মতামত জানান -