এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার নতুন দুর্নীতি ‘ফাঁস’ করলেন অধীর চৌধুরী, সহমত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীও

এবার নতুন দুর্নীতি ‘ফাঁস’ করলেন অধীর চৌধুরী, সহমত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীও


ফের রাজ্যে দুর্নীতির গন্ধ! এবার পরিবহনে দুর্নিতীর অভিযোগ তুলে সরকারকে চাপে ফেলার চেষ্টায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই রাজ্যে গাড়ির নম্বর প্লেট বা রেজিষ্ট্রেশন করতে অন্য রাজ্যের তুলনায় বেশি অর্থ দিতে হয় বলে অভিযোগ করে আসছিলেন অনেকে। এবার সেই ইস্যুতে তদন্তের দাবি জানালেন বঙ্গের কংগ্রেস সভাপতি।

সূত্রের খবর, রাজ্যে এই নম্বর প্লেট তৈরি করে দুটি বেসরকারি সংস্থা। গত 2016 সালে তাঁদের টেন্ডারও বাতিল করা হয়। কিন্তু তারপরেও এই দুই সংস্থা আদালতের কাছ থেকে এই ব্যাপারে স্থগিতাদেশ নিয়ে আসে। এদিন এই দুই সংস্থাকে বাতিল বলে ঘোষনা করার দাবি জানানোর পাশাপাশি বিগত দশ বছরে রাজ্যে এই গাড়ির নম্বর প্লেট লাগাতে 220 কোটি টাকা ক্ষতির কথাও শোনা যায় প্রদিশ সভাপতির গলায়।

এদিন এই ব্যাপারে রাজ্যের পরিবহন মন্ত্রীকে খোঁচা দেন অধীর চৌধুরী। তিনি বলেন, ” এই দুই সংস্থার বাড়তি উপার্জনের দায় রাজ্যের প্রশাসনের।  পরিবহন মন্ত্রী নিজেও এই দুর্নীতির কথা জানেন।” এদিকে প্রদেশ সভাপতির এহেন অভিযোগের সঙ্গে সহমত প্রকাশ করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নম্বর প্লেট নথিভুক্তিতে এবার থেকে স্মার্টকার্ড চালুর কথাও বলেছেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে প্রকাশ্যে এইভাবে সরকারকে কটাক্ষ করায় অধীর চৌধুরীকে কটাক্ষ করে পরিবহন মন্ত্রী বলেন,”অধীরবাবু সরকারের কাছে অভিযোগ জানালেই পারতেন। রাজনৈতিক কারনেই তিনি সংবাদমাধ্যমে এই কথা বলেছেন।” সব মিলিয়ে গাড়ির নম্বর প্লেটে আর্থিক দুর্নীতি নিয়ে প্রদেশ সভাপতির গলায় রাজনৈতিক সুর থাকলেও সেই দুর্নীতির কথা স্বীকার করলেন স্বয়ং পরিবহন মন্ত্রীও।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!