এখন পড়ছেন
হোম > রাজ্য > রথযাত্রা নিয়ে এবার পুলিশের ভূমিকা নিয়ে রাজ্য সভাপতির পর হুঁশিয়ারি সায়ন্তনের

রথযাত্রা নিয়ে এবার পুলিশের ভূমিকা নিয়ে রাজ্য সভাপতির পর হুঁশিয়ারি সায়ন্তনের


ক্ষমতায় আসার আগেই এবার একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে চলেছেন রাজ্য বিজেপির নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য, এবারে আসন্ন লোকসভায় এই রাজ্যকেই পাখির চোখ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

লোকসভা ভোটের প্রচারের জন্য আগামী ডিসেম্বর থেকে রাজ্যের তিন প্রান্ত থেকে শুরু রথযাত্রা নিয়ে এখন জোর প্রস্তুতি চালাচ্ছে গেরুয়া শিবির। আর এই রথযাত্রার প্রস্তুতি প্রচারে জেলায় জেলায় গিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন রাজ্য বিজেপির নেতারা। দলের এই রথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে রথের চাকায় পিষে দেওয়া হবে বলে কদিন আগে এক মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।

অন্যদিকে গত বৃহস্পতিবার অন্ডালে এই রথযাত্রার প্রচার নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, “মারব এখানে, লাশ পড়বে যেখানে সেখানে।” আর বিজেপি নেতাদের এহেন মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। কিন্তু তারা যে দমবার পাত্র নন তা ফের প্রমাণ করে দিলেন সেই রাজ্য বিজেপির নেতারাই।

সূত্রের খবর, গতকাল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে রথ যাত্রার প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে সেই বিতর্কিত মন্তব্যই করে বসলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি বলেন, “রথযাত্রার নিরাপত্তায় যদি পুলিসকে পাশে না পাওয়া যায় তবে বিজেপির যুব মোর্চাই হাতে লাঠি তুলে নেবে। যেখানেই বাধা পড়বে সেখানে ডান্ডা হাতে মোকাবিলা করা হবে। রক্তচক্ষুর সামনে যদি কেউ এসে দাঁড়ায় তাকে পিষে দিয়ে মাটিতে পুঁতে ফেলা হবে।”

একাংশের মতে, সায়ন্তন বসু এই কথাটি রাজ্যের শাসকদলের নেতাদেরকে উদ্দেশ্য করেই বলেছেন।  এদিকে এদিনের সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে বিজেপির সায়ন্তন বসু আরও বলেন, “মোদীজি একবার ইশারা দিলেই পশ্চিমবাংলা থেকে তৃণমূলের নাম মুছে ফেলা হবে। কেউ জানবে না তৃণমূল নামে একটা কোনো দল ছিল।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিমদের ইমাম ভাতার বিরোধিতা করলেও তারা যে আদৌ মুসলিম বিরোধী নয় এদিনের সভা থেকে সে কথাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন রাজ্য বিজেপির এই সাধারণ সম্পাদক। সব মিলিয়ে এবার রথযাত্রাকে ঘিরে শাসকদলের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করে রথযাত্রা নিয়ে  রাজ্য রাজনীতির পারদ চড়িয়ে দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!