এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, পুরভোট নিয়ে বিশেষ সিদ্ধান্ত আদালতের, টানটান উত্তেজনা রাজ্য রাজনীতিতে

Breaking News, পুরভোট নিয়ে বিশেষ সিদ্ধান্ত আদালতের, টানটান উত্তেজনা রাজ্য রাজনীতিতে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে বিজেপি। রাজ্যের সমস্ত পুরসভায় একসঙ্গে ভোট গ্রহণের দাবিতে দায়ের করা হয়েছে এই মামলা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভার ভোটে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখতে হবে। আজ এই মামলার শুনানিতে আদালতের পক্ষ থেকে জানানো হলো, আগামীকাল সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে এ বিষয়ে রায় দান করবেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা সংক্রমণ ও পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে আগামী দিনে ৬ থেকে ৮ দফায় পুরভোট করানো হবে। কিন্তু এখনো তার দিনক্ষণ জানানো হয়নি। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী ছাড়াই রাজ্য পুলিশ দিয়ে করানো হবে এই নির্বাচন। যাকে ঘিরে চলছে ব্যাপক তরজা। আগামী উনিশে ডিসেম্বর ভোট হতে চলেছে কলকাতা, হাওড়া, বালি পুরসভাতে।

রাজ্যের সমস্ত পুরসভা গুলিতে দ্রুত পুরভোট করার আর্জি জানিয়ে মামলা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আজ বিজেপির আইনজীবী মামলার প্রেক্ষিতে লেখা বক্তব্যের প্রতিলিপি আদালতে জমা দিতে চেয়েছিলেন। কিন্তু আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশ নামা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তাই এখন আর লিখিত বক্তব্য জমা দেওয়া নিষ্প্রয়োজন। আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!