এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের দিদিভাই মোদিভাই সেটিংস এর তথ্য নিয়ে মাঠে বামেরা,

ফের দিদিভাই মোদিভাই সেটিংস এর তথ্য নিয়ে মাঠে বামেরা,

ফের বিজেপি-তৃণমূলকে এক অস্ত্রে ঘায়েল করলেন সিপিএমের রাজ্যসম্পাদক সূর্যকান্ত মিশ্র। পদ্ম-জোড়াফুল যে একই মুদ্রার এপিঠ,ওপিঠ সেটা আরো এবার প্রমাণ করে দিল এদিনের ছবি। মোদীভাই-দিদিভাইয়ের গোপন আঁতাত আর ধামাচাপা থাকলে না,এমনটাই বক্তব্যে জানালেন বামফ্রন্টের এই বরিষ্ঠ নেতা। সূর্যকান্ত মিশ্রের মতো একই সুরে তাল দিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও একই কথা জানালেন। বললেন,বিজেপি,তৃণমূল আসলে একই।

প্রসঙ্গত,কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, শ্রমিক বিরোধী ও দেশের স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে বামেদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটে মিশ্র সাড়া মিলল গোটা রাজ্য থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির জেরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলা থেকে শহরের ছবিটা ছিল অন্যরকম।

শিয়ালদহের দক্ষিণ শাখায় যাদবপুর সহ হাওড়ার বেশ কয়েকটি শাখার রেল অবরোধের খবর মেলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দফায় দফায় অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। নজর দেওয়ার মতো বিষয় হল,বামেদের ডাকা বনধকে ব্যর্থ করতে সবথেকে তৎপর ছিল রাজ্যসরকার।

রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির বিরোধী এই বনধকে অসফল করতে অবরোধকারী বাম কর্মী-সমর্থকদের সঙ্গে সরাসরি ধস্তাধস্তি করে তৃণমূলের কর্মী সমর্থকরা। শুধু তাই নয়,রাজ্যের কোনো কোনো জায়গায় বামেদের ডাকা বনধকে ব্যর্থ করতে পাল্টা মিছিল করে তৃণমূল। একইভাবে বাম অবরোধকারীদের রুখতে সক্রিয় ছিল রাজ্যপুলিশ প্রশাসন। এমনটাই জানা গিয়েছে রাজনৈতিক সূত্রের খবরে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজ্যে এরকম ছবি প্রত্যাশিত ছিল, আগেই জানিয়ে রেখেছিলেন আলিমুদ্দিন স্ট্রীটের কর্তারা। কারণ আগেও বামেদের বিজেপি বিরোধী কর্মসূচি বানচাল করতে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলকে। মুখে মোদী বিরোধী ভাষণ দিলেও আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মোদীর অন্ধ ভক্ত সেটাই বারবার প্রমাণ করে দিচ্ছে তৃণমূল,এমনটাই দাবী সূর্যকান্ত মিশ্রের।

তিনি এদিন বক্তব্যে আরো জানালেন,প্রশাসন যেভাবে রাস্তায় নেমে বনধ রুখেছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে তৃণমূলে বিজেপির বি টিম হয়ে গিয়েছে। বুধবারও এই বনধ চলবে। প্রতিবাদ অব্যাহত থাকবে বলেই গর্জে উঠে জানান তিনি। মঙ্গলবারের বনধ সফল হয়েছে বলেই মনে করছেন বামেদের এই হেভিওয়েট নেতা।

উল্লেখ্য,বনধ চলাকালীন সুজন চক্রবর্তী সহ ১৬৯ জন নেতা-কর্মীদের গ্রেফতার করার জেরে সমস্যায় পড়েছে প্রশাসন। তাঁরা ব্যক্তিগত বন্ডে জামিন না নেওয়ায় তাঁদের আদালতে পেশ করা নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!