এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতা ‘ম্যাজিকে’ মুগ্ধ হয়ে আবার কি এনডিএ ছাড়তে চলেছে আরেক শরিক?

মমতা ‘ম্যাজিকে’ মুগ্ধ হয়ে আবার কি এনডিএ ছাড়তে চলেছে আরেক শরিক?


লোকসভা ভোটের দামামা বেজে যেতেই একের পর এক শরিক হারিয়ে ক্রমশ কোনঠাসা হচ্ছে গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ছুটতে হচ্ছে দেশের প্রায় সব প্রান্তে – এই শরিকি অশান্তি মেটাতে। আর এবার এনডিএর আরেক দীর্ঘদিনের শরিকের গলায় বাজতে শুরু করল বেসুরো গান – শুধু তাই নয় আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গানও শোনা গেল তাঁর গলায়।

কথা হচ্ছে এনডিএর দীর্ঘদিনের শরিক তথা সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংকে নিয়ে। বছর খানেক আগেও তাঁর সঙ্গে বাংলা বা তৃণমূল নেত্রীর সম্পর্ক কিছুটা আদায়-কাচঁকলায় ছিল। একদিকে গোর্খাল্যান্ডের দাবিতে জ্বলছে দার্জিলিং – অন্যদিকে চাপ বাড়াচ্ছেন বিমল গুরুং। রাজ্য-পুলিশ অনেক চেষ্টা করেও বাগে আনতে পারছে না তাঁকে। জনশ্রুতি সেই সময় বিমল গুরুংকে আশ্রয় দিয়েছিল সিকিম সরকার।

শুধু তাই নয়, সেই সময় গোর্খাল্যান্ড আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবল চামলিং। এমনকি তা নিয়ে চিঠিও পাঠিয়েছিলেন কেন্দ্র সরকারকে। এরপরেই ‘মাস্টারস্ট্রোক’ দেন বাংলার মুখ্যমন্ত্রী – উত্তরকন্যায় মুখোমুখি বৈঠকে বসেন তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠকের শেষে – দুজনেই জানিয়েছিলেন ভুল বোঝাবুঝির অবসান – নিজের তীব্র বাংলা বিরোধিতা থেকে পিছিয়ে আসেন সিকিমের মুখ্যমন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আজ হঠাৎই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি শোনা গেলো সিকিমের মুখ্যমন্ত্রীর মুখে। ফলে রাজনৈতিক মহলে জল্পনা চরমে। আজ পবনকুমার চামলিং জানান, ডোকলাম নিয়ে চিনের সঙ্গে বিরোধ হলেও, তিনি কিছুই জানতেন না। এমনকি তাঁর রাজ্যের অংশ হলেও ডোকলাম নিয়ে তিনি জেনেছেন সংবাদমাধ্যম থেকে বলে দাবি করেন।

এখানেই শেষ নয়, পবনকুমার চামলিং কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তিনি জানান, সিকিমের উন্নয়নে বাড়তি টাকা চেয়েও তিনি পাননি। এমনকি, নর্থ-ইস্ট কাউন্সিলের সদস্য হিসেবে সিকিম সব থেকে কম টাকা পায় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই প্রসঙ্গেই তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি – মায়ের মতো, একসঙ্গে কাজ করতে চাই। আইনশৃঙ্খলা, ব্যবসা-বাণিজ্য কিংবা পর্যটন যে কোনও বিষয়ে তাঁর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। তবে এনডিএর বিরুদ্ধে ক্ষোভ দেখালেও বা তৃণমূল-নেত্রীর সঙ্গে সুসম্পর্কের কথা তুলে ধরলেও এখনই তিনি এনডিএ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টে যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পবনকুমার চামলিং।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!