এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়ে গেল পুরবোর্ড তৈরী, বাকি আনুষ্ঠানিক ঘোষণা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়ে গেল পুরবোর্ড তৈরী, বাকি আনুষ্ঠানিক ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কলকাতা পুরসভার ফল প্রকাশের পর থেকেই নজর ছিল কলকাতা পুরসভার মেয়র পদে কে মনোনীত হন সেদিকে। যদিও অনুমান ছিল পুরসভা নির্বাচনের আগে দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিম আবার কলকাতা পুরসভার মেয়র হতে চলেছেন। আর ঠিক সেটাই হল। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক ডেকে রীতিমতো ঘোষণা করে দিলেন কলকাতার মেয়রের নাম। তবে এবার কলকাতার বুকে নারী শক্তির জয়জয়কার। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভার বোর্ড গঠনে নারী শক্তির ওপরেই ভরসা রেখেছেন। তাই কলকাতার 16 টি বোরোর মধ্যে 10 টি বোরোতেই চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মহিলারা।

নবনিযুক্ত বোর্ডের বোরো চেয়ারম্যানরা হলেন যথাক্রমে সাধনা বোস, অনিন্দ্য কিশোর রাউত, শুক্লা ভোঁড়, রেহানা খাতুন, সানা আহমেদ, সুস্মিতা ভট্টাচার্য, চৈতালী চট্টোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, তারকেশ্বর চক্রবর্তী, সুশান্ত ঘোষ, রত্না সুর, সংহিতা দাস, রঞ্জিত শীল, সুদীপ পোল্লে। সূত্রের খবর, কলকাতার বিভিন্ন বোরো কমিটির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এঁদের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের বিষয়টি এবার সেরে ফেলার কথা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় 134 জন কাউন্সিলরকে জয়ের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই জয় মা মাটি মানুষের জয়। মানুষ তৃণমূলের ওপর আস্থা রেখেছেন। পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য মহানাগরিক হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করে দিলেন আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার চেয়ারম্যান যথারীতি হয়েছেন মালা রায়। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নতুন চেয়ারম্যান হিসেবে মালা রায়ের নাম প্রস্তাব করেন।

অন্যদিকে ডেপুটি মেয়র হয়েছেন অতীন ঘোষ। 13 জন মেয়র পরিষদের সদস্য হয়েছেন। তাঁদের মধ্যে হলেন- দেবাশীষ কুমার, দেবব্রত মজুমদার, বাবু বক্সী, আমিরুদ্দিন ববি, সন্দীপন সাহা, জীবন সাহা, রাম পিয়ারী রাম, অভিজিৎ মুখোপাধ্যায়, তারক সিং, মিতালী বন্দ্যোপাধ্যায়, জীবন সাহা, স্বপন সমাদ্দার। হয়ে গেল কলকাতা পুরসভার নবনির্বাচিত বোর্ড গঠন। এবার দেখার নবনিযুক্ত বোর্ড নিয়ে কলকাতা পুরসভা বিভিন্ন সমস্যার সমাধান করে উঠতে পারে কিনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!