এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “কাজে ঢিলেমি নয়” মেয়র ঘোষণার পরেই কড়া বার্তা মমতার! জেনে নিন!

“কাজে ঢিলেমি নয়” মেয়র ঘোষণার পরেই কড়া বার্তা মমতার! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ কলকাতা পৌরসভার মেয়র ডেপুটি মেয়র এবং চেয়ারপার্সন কে হবেন, তার ঘোষণা ছিল। সেই মতো করেই তার ঘোষণা করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে আবারও কলকাতা পৌরসভার মেয়র হিসেবে ঘোষণা হয় ফিরহাদ হাকিমের নাম। আর তারপরই মহারাষ্ট্র নিবাসের সভা থেকে সমস্ত কাউন্সিলরদের চটজলদি সমস্ত কাজ সেরে ফেলার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ছয় মাস অন্তর অন্তর সকলের রিপোর্ট কার্ড নেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি।

সূত্রের খবর, আজ মহারাষ্ট্র নিবাসে দলের প্রতিটি কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলরদের কাজ করার ব্যাপারে নির্দেশ দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সমস্ত কাজ চটপট করতে হবে। পাঁচ বছর হাতে আছে ভেবে কাজগুলো ফেলে রেখে দিলাম, তা হবে না। আমরা আগামী ছয় মাস বাদে রিপোর্ট কার্ড নেব। প্রত্যেক 6 মাস বাদে রিভিউ হবে। কে কাজ করল, কে কাজ করতে পারল না, সব দেখা হবে। যদি কাজ করতে না পারে, তার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ করতে বেশি সময় লাগবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, মুখ্যমন্ত্রী এই কথা বলে কাউন্সিলরদের এখন থেকেই বার্তা দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিলেন যে, কোনোমতেই কাজ ফেলে রাখা যাবে না। অনেক ক্ষেত্রেই কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না। এখানেও সেই রকম যাতে কোনো অভিযোগ কলকাতা পৌরসভার নতুন পৌরবোর্ডের বিরুদ্ধে না ওঠে, তার জন্য আগাম সকলকে সচেতন করে রাখলেন মুখ্যমন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!