নোটবন্দী ও জিএসটি ঘিরে ক্ষোভ উগরে দিলেন খোদ মোদী-শাহ রাজ্যের সাধারণ মানুষ জাতীয় বিশেষ খবর October 25, 2017 হিমাচল প্রদেশ ও গুজরাটের ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই সামনে এল ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস-র সমীক্ষা। সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে দুই রাজ্যেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। কিন্তু স্বস্তির মাঝেও কাঁটা খচখচ করছে বিজেপি শীর্ষনেতৃত্বের কাছে।ওই একই সমীক্ষায় দেখা যাচ্ছে কংগ্রেসকে পর্যদুস্ত করে ক্ষমতায় এলেও নরেন্দ্র মোদীর সাধের দুই ঘোষণা নোটবাতিল ও জিএসটি নিয়ে তুমুল অসন্তোষ রয়েছে খোদ মোদী-অমিত শাহের নিজের রাজ্যের সাধারণ মানুষের। ওই সমীক্ষা অনুযায়ী ৫৩ শতাংশ মানুষই মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তার উপরে গুজরাটের ৫১ শতাংশ মানুষই জিএসটি-র কোনও সুফল দেখছেন না বলে দাবি করছে ওই সমীক্ষা। লোকসভা ভোটের মাত্র দেড় বছর আগে নোট বাতিল ও জিএসটি কাঁটা যে বিজেপিকে বড়সড় অস্বস্তিতে রেখেছে বলায় বাহুল্য। আপনার মতামত জানান -