এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দু ইস্যুতে তৃণমূলে নয়া মোর? শিশিরের সামনেই নাম না করে মমতা জানিয়ে দিলেন চরম ফয়সালা?

শুভেন্দু ইস্যুতে তৃণমূলে নয়া মোর? শিশিরের সামনেই নাম না করে মমতা জানিয়ে দিলেন চরম ফয়সালা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব যে স্থায়ী হতে চলেছে, সে ব্যাপারে কারোর আর কোনো সন্দেহ নেই। তৃণমূল নেত্রী নিজেই শুভেন্দু অধিকারীর বিষয়টিকে ক্লোজড চ্যাপ্টার বলে অভিহিত করেছেন। একুশের বিধানসভা নির্বাচন এবার বাংলার দরজায় কড়া নাড়ছে। আর সেদিকে নজর দিয়েই তৃণমূল নেত্রী দলকে সাথে নিয়ে শুভেন্দুকে পেছনে ফেলে রেখে সামনে এগিয়ে যাবার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। শুক্রবার দলের বিভিন্ন জেলা সভাপতি, সাংসদ এবং বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন- যারা দলে থাকতে চাইছেন না, তারা যাতে চলে যান।

বিশেষজ্ঞদের মতে, দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এবং তাঁর অনুগামীদের দিকেই ইঙ্গিত করে এই কথা যে বলেছেন সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। বর্তমানে তৃণমূল শিবিরে কিন্তু বিক্ষুব্ধ নেতাদের সংখ্যা বেড়েই চলেছে। একের পর এক নেতা, মন্ত্রী দল থেকে বিদায় নিচ্ছেন। এই অবস্থায় বর্তমানে রাজনৈতিক চর্চার কেন্দ্রে রয়েছে শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূলে রাজনৈতিক দ্বন্দ্ব। পাশাপাশি তৃণমূলের অন্দরের অনেক নেতাও শুভেন্দুকে সহানুভূতি দেখাচ্ছেন। আর সে খবর কানে আসা মাত্রই এদিন তৃণমূল নেত্রীর কড়া বার্তা দলীয় বৈঠকে। প্রসঙ্গত, দলের আভ্যন্তরীণ সমস্যা পর্যালোচনা এবং বিধানসভা ভোটের আগে দলের দিশা নির্ধারণের জন্যই এদিন বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী।

অন্যদিকে উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর বাবা তথা কাঁথির সাংসদ এবং পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল বৈঠকে সরাসরি নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কথা উল্লেখ করে বলেন, সেখানে দলবিরোধী কাজ হচ্ছে। আর তারপরেই মুখ্যমন্ত্রী বার্তা দেন- যারা দলের সাথে নেই, তাঁদের সরে যেতে হবে। দলে থাকতে হলে কোনরকম দল বিরোধী কাজ করা যাবেনা। সেক্ষেত্রে এ ধরনের কাজ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এদিন তৃণমূল নেত্রী। পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের দুটি ব্লকের সভাপতি বদল করার কথা জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এ ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত রাজ্য সভাপতি সুব্রত বক্সী গ্রহণ করবেন বলে ঠিক হয়েছে। একইসঙ্গে 2021 সালের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দলের রণকৌশল সম্পর্কে এদিন আভাস দিয়েছেন মমতা। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে কৃষক আন্দোলনমুখী করে তুলতে চাইছেন। আর সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এদিন দলীয় সূত্রে জানা গেছে, আগামী সোমবার 7 ডিসেম্বর মেদিনীপুরের সভাকে অন্যান্য রাজনৈতিক বিষয়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর সভা হিসেবে দেখতে চাইছেন।

এরপরেই 8, 9 এবং 10 ডিসেম্বর কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে হবে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ। সেখানেও নেত্রী উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। তৃণমূলের এই অবস্থান-বিক্ষোভের দায়িত্ব দেওয়া হয়েছে হরিপালের বিধায়ক বেচারাম মান্না এবং রাজারহাট গোপালপুর এর বিধায়ক পূর্ণেন্দু বসুকে। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে কৃষকদের সাথে এবার তৃণমূল সরকারও আক্রমণ করার প্রস্তুতি নিয়ে নিল বলে মনে করা হচ্ছে। এদিকে জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে দলের রাশ এই মুহূর্তে নিজের হাতে নিয়েছেন দলনেত্রী। এরপর তিনি একাধিক জেলায় সফর শুরু করবেন। সে কথা নিজেই তিনি বাঁকুড়ার জনসভা থেকে জানিয়ে ছিলেন।

সেসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন এতদিন পর্যন্ত সরকারের দিকে মনোযোগ দিতে গিয়ে তিনি দলের কাজে কিছুটা ঢিলেমি দিয়েছেন। তাই এবার থেকে দলের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন তিনি। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে কোনো রকম ইঙ্গিত দেননি। পাশাপাশি তাঁর বাবা শিশির অধিকারীও এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি পদে রয়েছেন এবং আজকের বৈঠকেও তিনি যোগ দিয়েছিলেন। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কথা বলার কোনো রকম সুযোগ হাতছাড়া করেননি বলে মনে করা হচ্ছে। নাম না করেও শিশির অধিকারীর সামনে তাঁর ছেলে শুভেন্দুকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কড়া বার্তা দিলেন, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!