এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “কেন্দ্রীয় বাহিনী নিয়ে গলা ফাটাচ্ছেন কেন!” বিরোধীদের কড়া আক্রমণ অভিষেকের!

“কেন্দ্রীয় বাহিনী নিয়ে গলা ফাটাচ্ছেন কেন!” বিরোধীদের কড়া আক্রমণ অভিষেকের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতেই বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো হোক। তবে নির্বাচন কমিশন অবশ্য রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন করানোর কথা জানিয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে বিরোধীদের পক্ষ থেকে যখন কেন্দ্রীয় বাহিনীর জোরালো আওয়াজ উঠছে, ঠিক তখনই গোটা বিষয় নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, 2014, 2016 এবং 2021 সালেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল। তার ফল কি হয়েছে, তা সবাই জানে। আর ত্রিপুরাতে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জেতে, তখন কেন্দ্রীয় বাহিনীর প্রশ্ন তোলা হয় না কেন!

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েতের ঘোষণা হতেই বিরোধীদের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলা হয়। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “এত আজকে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী করে গলা ফাটাচ্ছেন কেন! 2014 সাল, 2016 সাল এবং 2021 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়েই তো ভোট হয়েছে। কি হয়েছে! আপনাদের অশ্বমেধের ঘোড়া থমকে গিয়েছে। আর ত্রিপুরাতে যখন 90 শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়, তখন তো কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয় না!”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত বিরোধীদের চাপের মুখে ফেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করিয়ে লাভের লাভ কিছুই হয় না। তুলে ধরলেন, বিগত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে মৃত্যুর প্রসঙ্গ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!