এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের দেখানো পথেই হাঁটল বিজেপি, জোর শোরগোল রাজ্যে!

তৃণমূলের দেখানো পথেই হাঁটল বিজেপি, জোর শোরগোল রাজ্যে!

 

বাংলার রাজনীতিতে ক্লাবের আধিপত্য যে অনেকাংশেই রয়েছে, তা স্বীকার করে নেন প্রত্যেকেই। রাজনৈতিক দলগুলোর কাছে বাড়তি অক্সিজেন হিসেবে স্থানীয় ক্লাবগুলির অবদান যথেষ্ট, তা বলাই বাহুল্য। আর তাইতো বিগত দিনে বাম সরকার হোক বা বর্তমানে তৃণমূল সরকার, সেই ক্লাবগুলোকে নিজেদের দিকে রাখতে নানা সময়ে তারা নানা চেষ্টা চালিয়েছে।

তবে সেই ক্লাবগুলোর কর্তৃত্ব নিজেদের হাতে রাখতে যে তৃণমূলের পথেই হাঁটবে বিজেপি, তা অনুভব করতে পারেনি রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু এবার বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননের দলের নেতাকর্মীদের দেওয়া নির্দেশে তেমনই জল্পনা ছড়িয়ে পড়ল।

সূত্রের খবর, সম্প্রতি বিজেপির এই কেন্দ্রীয় নেতা উত্তরবঙ্গের পাচটি জেলার সভাপতি এবং মন্ডল সভাপতিদের নিয়ে একটি বৈঠক করেন। আর সেই বৈঠকেই স্থানীয় ক্লাব দখলের ব্যাপারে বার্তা দিতে দেখা যায় তাকে। যেখানে তিনি বলেন, “ব্যানার উনকি, ব্যবস্থা আপকা।” বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননের এই কথা থেকেই স্পষ্ট যে, ক্লাবগুলোকে খোরাক জোগাতে তাদের দল সব সময় চেষ্টা চালাবে। যাতে ক্লাবগুলো এবার তাদের সাথে সংযুক্ত হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, দলের নেতা-কর্মীদের এই ব্যাপারে নির্দেশ দিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা বলেন, “এই যে ক্লাবগুলো নানা অনুষ্ঠান করে, নানা কর্মসূচি নেয়, তার পেছনে যে অর্থ লাগে, তা এবার বিজেপি সরবরাহ করবে। আর এভাবেই ক্লাবগুলোকে আমাদের দিকে নিয়ে আসতে হবে। তাহলেই শাসক দলের কর্তৃত্ব হ্রাস পাবে।”

শুধু তাই নয়, যে সমস্ত ক্লাবে বিজেপির সদস্য সংখ্যা কম, সেই সমস্ত ক্লাবে বিজেপির দিকে যাতে বেশি সদস্য আসে, তার জন্যও দলের নেতাকর্মীদের চেষ্টা চালানোর নির্দেশ দেন অরবিন্দ মেনন। প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর এই ক্লাবগুলোকে আর্থিকভাবে সাহায্য করে। যা নিয়ে এতদিন বিজেপি ক্লাবগুলোকে তোষণ করা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিল।

কিন্তু এবার ক্লাবের কর্তৃত্ব নিজেদের হাতে রাখতে বিজেপির তরফ সেই ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করার কথা শোনা যাওয়ায় তৃণমূল এবং বিজেপি একই পথে হাঁটছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!