এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাগড়ির পর ফের আগুনকান্ড কলকাতায়,এবার মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন

বাগড়ির পর ফের আগুনকান্ড কলকাতায়,এবার মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন

বাগড়ির পর ফের আগুনকান্ড কলকাতায়,এবার মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। আজ বুধবার সকাল পৌনে আটটা নাগাদ মেডিকেল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ের ওষুধের দোকানে আগুন লাগে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেডিকেল কলেজ চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। আতঙ্কের পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্বর জুড়ে। ধোঁয়ার মধ্যে শুরু হয়ে শ্বাসকষ্ট।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গিয়েছে, মেডিসিন ব্লক অর্থাত্‍ যেখানে ক্যান্সার রোগীরা রয়েছেন তার কাছেই এই আগুন লেগেছে। তত্‍পরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। ওই বিল্ডিং-এর ওপর ও পিছনের দিকের বিল্ডিং- ভর্তি ছিলেন প্রায় আড়াইশো রোগী। আগুন লাগার খবর পেয়েই ঝাঁপিয়ে পড়েন, সামনে দিয়ে চলা অটোরুটের চালকরা।খালি করা হচ্ছে গোটা বিল্ডিংটি। কোনওরকম ঝুঁকি না নিয়ে রোগীদের অন্যত্র সরানো হচ্ছে। ওই ওষুধের কাউন্টারের পাশেই রয়েছে অক্সিজেন সিলিন্ডারের গোডাউন। সেখানে যাতে আগুন না পৌঁছতে পারে, সেই চেষ্টায় তত্‍পর দমকল কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!