এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এনকাউন্টার ঘিরে রাজ্য বিজেপি সভাপতির যুক্তি, পাল্টা অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে

এনকাউন্টার ঘিরে রাজ্য বিজেপি সভাপতির যুক্তি, পাল্টা অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত এক সপ্তাহ ধরে মাফিয়া বিকাশ দুবে সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিল উত্তরপ্রদেশ পুলিশের আটজন কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পর। ঘটনার পর মাফিয়া গ্যাংস্টার বিকাশ দুবে হয়ে যায় বেপাত্তা। এই অবস্থায় তাকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। কিন্তু শুক্রবার সাত সকালে যে ব্রেকিং নিউজটি আসে তাতে সবাই হতবাক হয়ে যায়। জানা যায়, উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে পুলিশের হাতে এনকাউন্টারে মৃত।

আর এই নিয়ে বর্তমানে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, শুক্রবার গ্যাংস্টার বিকাশ দুবেকে যখন মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসছিল, সে সময় গাড়ি দুর্ঘটনা ঘটে। এবং গাড়ি থেকে পুলিশের বন্দুক ছিনিয়ে বিকাশ পালানোর চেষ্টা করতেই তাঁকে গুলি করে মারা হয়। খুব সহজেই শেষ হয়ে যায় গ্যাংস্টার বিকাশ দুবের জীবন। অন্যদিকে বিকাশ দুবের এনকাউন্টারে মৃত্যু ঘিরে খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্নচিহ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার তথা উত্তরপ্রদেশ সরকারের দিকে।

এ রাজ্যেও বিকাশ দুবের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় প্রশাসনের বিরুদ্ধে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একই সুরে সুর মিলিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও। আর এবার বাংলার শাসকদলের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে ইকোপার্ক থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনকাউন্টার প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রাজ্য বিজেপি সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের কোমরের জোর নেই তারা এনকাউন্টার নিয়ে কী বলবে? যারা এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছে তাদের গুলি চালানোর ক্ষমতা রয়েছে? তারা শুধু বিরোধীদের উপর গুলি চালাতে পারে। বিজেপি ক্ষমতায় থাকলে কী হতে পারে তা দেখিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ।’ অন্যদিকে বরাবরই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়ে আসছে এ রাজ্যের গেরুয়া শিবির। এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আরও একবার রাজ্যের আইন-শৃঙ্খলা দিকে অভিযোগের আঙুল তুলে বললেন, এই মুহূর্তে রাজ্যজুড়ে চলছে জঙ্গলরাজ।

আইন-শৃঙ্খলা রীতিমতো ভেঙে পড়েছে এ রাজ্যে বলে অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি। এরপরেই তিনি বিজেপিশাসিত রাজ্যগুলির উদাহরণ দেন সেখানে কিভাবে বিজেপি ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। অন্যদিকে বিকাশ দুবের এনকাউন্টারের মৃত্যু ঘিরে সরকারের যুক্তিকে পুরোটাই গট আপ কেস বলে দাবি করেছে বিরোধীরা। বিশেষজ্ঞদের মতে, বিকাশ দুবের এনকাউন্টার নতুন করে নাটকীয়তা সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। তবে শুক্রবার সকালে যে এনকাউন্টারে একজন গ্যাংস্টারের মৃত্যু হল, তা নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় যে এত সহজে মিটবে না সে বিষয়ে একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!