এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্যারিকেড ভেঙে ইঁটবৃষ্টি! নিজাম প্যালেসে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু তৃণমূল সমর্থকদের!

ব্যারিকেড ভেঙে ইঁটবৃষ্টি! নিজাম প্যালেসে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু তৃণমূল সমর্থকদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ক্ষমতায় বসার কিছু দিনের মধ্যেই রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য গ্রেপ্তার। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মদন মিত্রকে। স্বভাবতই গোটা ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, প্রতিহিংসাপরায়ণ হয়ে বিজেপি জনতার রায়ে পাল্লা দিতে না পেরে এভাবে তৃণমূল জনপ্রতিনিধিদের গ্রেপ্তার করেছে। এদিকে দলীয় জনপ্রতিনিধি তথা মন্ত্রীরা গ্রেপ্তার হতে নিজাম প্যালেসে গিয়ে নিজের প্রতিবাদ জানাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, নারদা কান্ডের ভিডিও ফুটেজের জন্যই যদি গ্রেফতার করা হয়, তাহলে কেন সেই ফুটেজে টাকা নিতে দেখা যাওয়া বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে গ্রেফতার করা হবে না! আর এই প্রশ্ন তুলে এবার রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যখন রাজ্যজুড়ে লকডাউন চলছে, তখন নিজাম প্যালেসের সামনে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করল তৃণমূলের হাজার হাজার কর্মী সমর্থকরা। সিবিআই দপ্তরের দিকে ইট-বোতল ছুঁড়ে দিয়ে তৃণমূলের এই বিক্ষোভ কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় রাজ্য সরকারের দুই মন্ত্রী এবং এক তৃণমূল বিধায়ককে। আর তারপরই বিক্ষোভ শুরু করে দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তবে যেভাবে নিজাম প্যালেসের সামনে রীতিমত ব্যারিকেড ভেঙে ইট বৃষ্টি শুরু করেছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। যা কার্যত বেনোজির বলেই দাবি করছেন একাংশ। কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার দপ্তরের সামনে এই বিক্ষোভ যে ধীরে ধীরে অগ্নিগর্ভ হতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তা আটকানোর চেষ্টা হলেও, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস যখন বাড়তে শুরু করেছে, তখন এই ঘটনা কার্যত দুর্ভাগ্যজনক। একসাথে এত জমায়েত করার ব্যাপারে বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের শাসন ক্ষমতায় যারা আছেন, তাদের দলের নেতা-কর্মীরা দলীয় নেতা এবং মন্ত্রীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবার নিয়মভঙ্গ করতে শুরু করেছে। তবে যেভাবে পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করেছে, তাতে রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। সব মিলিয়ে তৃণমূল কর্মীদের সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ রণক্ষেত্র পরিস্থিতি ধারণ করল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!