এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল সমর্থকরা চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী করতেই শুনানি নিয়ে বড় পদক্ষেপের পথে CBI

তৃণমূল সমর্থকরা চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী করতেই শুনানি নিয়ে বড় পদক্ষেপের পথে CBI


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করার পর থেকেই একেবারে ক্ষোভে ফুঁসে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কলকাতার বেশ কিছু এলাকা একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। রাস্তায়, রাস্তায় অবরোধ, বিক্ষোভ, টায়ার জ্বালাতে দেখা গেছে। এই পরিস্থিতিতে আজ যে সমস্ত হেভিওয়েটকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের আদালতে শুনানি নিয়ে এক বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে সিবিআই।

এদিকে নিজাম প্যালেসে এক দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে দীর্ঘ সময় ধরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার হওয়া দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর অভিযোগ, সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে তাঁদেরকে, তাই তাঁকেও গ্রেপ্তার করা হোক। এদিকে নিজাম প্যালেসে ইট, পাথর, বোতল ছুড়তে দেখা যাচ্ছে তৃণমূল সমর্থকদের। তৈরি হয়েছে চরম বিশৃংখলা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারগ হয়েছে। এই পরিস্থিতিতে ৪ হেভিওয়েটকে আদালতে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয় বলে, মনে করছেন সিবিআইয়ের আধিকারিকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই চার হেভিওয়েটকে আদালতে না নিয়ে সিবিআই দপ্তর রেখেই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ব্যাঙ্কশাল কোর্ট থেকে এই মামলার শুনানি হবে ভার্চুয়াল ভাবে। আইনজীবীরা আদালতে গিয়ে কাগজপত্র জমা দিয়ে আসবেন। আর নিজাম প্যালেস থেকে ভার্চুয়াল ভাবে শুনানি হবে তাঁদের। গোয়েন্দারা মনে করছেন, সর্বত্র যেমন উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কোনভাবেই এই নেতা- মন্ত্রীদের বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাতে পরিস্থিতি আরো খারাপ হবার আশঙ্কা রয়েছে।

নিজামপ্যালেসের গেটের সামনে থাকা পুলিশ ও আধিকারিকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণের যথেষ্ট চেষ্টা করেও, পরিস্থিতি কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনও পর্যন্ত বিপর্যস্ত পরিস্থিতি রয়েছে সেখানে। এদিকে গ্রেপ্তার হওয়া ৪ হেভিওয়েটের বিরুদ্ধে এবার শাস্তিমুলক পদক্ষেপ নিতে চলেছে ইডি। জানা যাচ্ছে এই ৪ হেভিওয়েটের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। ইডির উপর মহল থেকে এই প্রক্রিয়ার অনুমতি দেয়া হয়েছে বলে, জানা যাচ্ছে ইডি সূত্রে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!