এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “বোমা শিল্পটা কিনে নিয়েছে তৃণমূল।” নাগেরবাজারে বিস্ফোরণ কান্ডে মুখ খুললেন রাহুল সিনহা

“বোমা শিল্পটা কিনে নিয়েছে তৃণমূল।” নাগেরবাজারে বিস্ফোরণ কান্ডে মুখ খুললেন রাহুল সিনহা

নাগেরবাজার বিস্ফোরণ কান্ডে বিজেপি,আরএসএসের হাত আছে এমনটাই সরাসরি বক্তব্যে জানালেন প্রথম সারির তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু ও জ্যোতিপ্রিয় মল্লিক। এটা শোনার পরই চটে আগুন বিজেপি। কিছুদিন আগে ইসলামপুর ছাত্র হত্যাকান্ডেও বিজেপি এবং আরএসএসকে দায়ী করেছিল তৃণমূল। দিন কয়েকের ফারাকে একই কথার পুনরাবৃত্তি শুনে ধৈর্যের বাঁধ ভাঙল বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা রাহুল সিনহা। পাল্টা অভিযোগ তুলে বললেন,”বোমা শিল্পটা কিনে নিয়েছে তৃণমূল। বিজেপি বোমার রাজনীতি করে না।”

এদিন সকালেই প্রচন্ড বিষ্ফোরণে স্তব্ধ হয়ে যায় দমদম নাগের বাজার এলাকা। শহরবাসীকে আতঙ্কগ্রস্থ করে আরো একটা হিংসার নজিরের সাক্ষী থাকে কোলকাতা। ঘটনাস্থলে আহত হন ১০ জন। মৃত্যু হয় এক নাবালকে। বিস্ফোরণটি হয় দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচু রায়ের কার্যালয়ের পেছনে। পাঁচু বাবুর দাবী তাকে খুন করার জন্য ষড়যন্ত্র করেই এই বিষ্ফোরণ ঘটিয়েছে বিরোধীরা। এরপর এই দুর্ঘটনার নিন্দা করে সরাসরি বিষ্ফোরণ কান্ডের জন্য বিজেপি আরএসএসকে কাঠগড়ায় তোলে তৃনমূল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এরপরই পাল্টা আক্রমণ শানাতে দেখা যায় বিজেপিকে। প্রাক্তণ রাজ্য সভাপতি তথা হেভিওয়েট বিজেপি নেতা চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন তৃণমূলকে। বলেন, মা-মাটি-মানুষের সরকার আসলে দুর্নীতির আখড়া। গোটা দলটাই গুন্ডা মস্তানে ভরে গিয়েছে। বোমাবাজি করতে তৃণমূল ওস্তাদ। আজ তৃণমূলের সন্ত্রাসের রাজনীতির সাক্ষী গোটা রাজ্য। সঙ্গে এটাও জানান, বিজপি কখনোই বোমার রাজনীতি করে না। বোমা দিয়ে তৃণমূলকে ওড়ানোর দরকার বিজপির নেই। আগামী লোকসভা নির্বাচনেই মানুষই এর যোগ্য জবাব দিয়ে দেবে। লড়াই হবে ভোটের ময়দানে। হুঁসিয়ারী বিজেপি নেতার। উল্লেখ্য, এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও একইভাবে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে। ফের একটি দুর্ঘটনাতে রাজনীতির রং চড়িয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে সরব তৃণমূল-বিজেপি। তবে ইটের জবাব পাথরে দিয়ে এদিন বিজেপি বুঝিয়ে দিল ভোট যুদ্ধেও একইভাবে হাড্ডাহাড্ডি লড়াই করবে তৃণমূলের সঙ্গে। সহজে এক চুল জায়গাও ছেড়ে দেবে না তৃণমূলকে। এদিনের ঘটনার পর জোর চর্চা শুরু হয়েছে রাজ্যরাজনীতির অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!